ভারতের 2011 সালের আদমশুমারি সংক্রান্ত তথ্য | ২০১১ ভারতের জনগণনা

Rate this post

ভারতের 2011 সালের আদমশুমারি সংক্রান্ত তথ্য | ২০১১ ভারতের জনগণনা: ১৫তম ভারতীয় জনগণনা দুই দফায় পরিচালিত হয়, ঘর তালিকাকরণ এবং জনসংখ্যা গণনা । বাড়ির বা ঘর তালিকা কারণে কাজ শুরু ১ এপ্রিল ২০১০ তারিখে এবং জড়িত সকল ভবন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও প্রথম পর্যায়ে জাতীয় জনসংখ্যা রেজিস্টারের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছিল যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) কর্তৃক সকল নিবন্ধিত আবাসনের জন্য ১২ অঙ্কের ইউনিক আইডেনটিফিকেশন নাম্বারে ব্যবহার করা হবে। দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা শুমারী ৯ এবং ২৮ ফেব্রুয়ারি ২০১১ এর মধ্যে অনুষ্ঠিত হয়। ১৮৭২ থেকে ২০১১ পর্যন্ত ভারতে পরিচালিত জনগণনার মধ্যে এবারই প্রথম বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। ৩১ মার্চ ২০১১ তারিখে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ভারতে জনসংখ্যা বেড়ে ১২১ কোটি হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১৭.৬৪% শতাংশ. প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার হল ৭৪.০৪% এবং বৃদ্ধির হার ৯.২১%। জনগণনা ২০১১ এর নীতিবাক্য ছিল, ‘আমাদের জনগণনা, আমাদের ভবিষ্যত’।

2011 সালের আদমশুমারি সংক্রান্ত তথ্য | ২০১১ ভারতের জনগণনা

1)ভারতের মোট জনসংখ্যা: 121 কোটি 1 লক্ষ 93 হাজার 422 জন।

2) ভারতের জনঘনত্ব: 382 জন/বর্গকিমি।

3)ভারতের বৃহত্তম রাজ্য( আয়তনের বিচারে): রাজস্থান।

4)ভারতের ক্ষুদ্রতম রাজ্য (আয়তনের বিচারে): গোয়া।

5)সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য: বিহার(1102 জন/বর্গকিমি।

6)সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য: অরুণাচল প্রদেশ 17 জন/ বর্গকিমি

7)দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্য: পশ্চিমবঙ্গ 1029 জন/বর্গকিমি।

8)সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য: উত্তর প্রদেশ (19 কোটি 95 লাখ 81 হাজার 477 জন)।

9)সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য: সিকিম (60 লক্ষ 7 হাজার 688 জন)

10)ভারতের লিঙ্গানুপাত/নারী-পুরুষের অনুপাত: 1000:940

11)সর্বাধিক লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য: কেরালা (1000:1084)

12)সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য: হরিয়ানা (1000:877)

13)পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত: 1000:950

14) ভারতের সাক্ষরতার হার: 74.04%

15)ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য: কেরালা (93.91%)

16)ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য: বিহার (61.80%)।

17)পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার: 76.30%

18) ভারতে পুরুষ সাক্ষরতার হার: 82.14%

19) ভারতে নারী সাক্ষরতার হার: 65.46%

20) ভারতে জনসংখ্যা বৃদ্ধির গড় হার: 17.84%।

21)কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক: মেঘালয় (27.8%)

22)কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন: নাগাল্যান্ড (ঋণাত্মক বৃদ্ধি)।

Leave a Comment