প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2023 – 2023 Current Affairs In Bengali 24th June

Rate this post

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2023: 2023 Current Affairs In Bengali 24th June It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2023) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2023 – 2023 Current Affairs In Bengali 24th June @gksolve.in

1. 1200 মেগাওয়াটের নিউক্লিয়ার প্লান্ট স্থাপনের জন্য $ 4.8 বিলিয়ন অর্থের চুক্তি করলো পাকিস্তান এবং চীন।

2. লুনার এক্সপ্লোরেশনে সহযোগিতার জন্য ভারত, নাসার Artemis Accords এ যোগদান করলো।

3. Eddie Wu কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করলো Alibaba সংস্থা।

4. ইসলামিক আইডেন্টিটি বাঁচানোর জন্য হোলি কে নিষিদ্ধ করলো পাকিস্তান।

5. ভারতীয় এয়ার ফোর্সের জন্য ফাইটার জেট ইঞ্জিন তৈরির জন্য জেনারেল ইলেকট্রিক (GE) এবং হিন্দুস্তান এরোস্পেস লিমিটেড (HAL) চুক্তি স্বাক্ষর করলো।

6. BRICS CCI ওমেন ভার্টিক্যাল এর প্রেসিডেন্ট হিসেবে SheAtWork প্রতিষ্ঠাতা রুবি সিনহা কে নিযুক্ত করা হলো।

7. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বাড়িয়ে 6.3% নির্ধারণ করলো Fitch.

8. সাউদার্ন নাভাল কম্যান্ডে ইন্টিগ্রেটেড সিমুলেটর কমপ্লেক্স ‘Dhruv’ এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

9. Lloyds ব্যাঙ্কিং গ্রুপ হায়দ্রাবাদে টেক সেন্টার গড়ে তুললো।

10. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এ ভারত 127 তম স্থান অধিকার করলো।

আরও পড়ুন:

Leave a Comment