2023 Current Affairs In Bengali 24th March – 24th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

24th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides 2023 Current Affairs In Bengali 24th March (24th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

2023 Current Affairs In Bengali 24th March – 24th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. Sergio Perez সম্প্রতি সৌদি আরাবিয়া গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলো।

2. Self-made billionaires এর সাপেক্ষে 2023 হুরুন গ্লোবাল রিচ লিস্টে ভারত তৃতীয় স্থান অধিকার করলো।

3. RBI এর ডেটা সেন্টার এবং সাইবারসিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট ভুবনেশ্বরে গড়ে উঠতে চলেছে।

4. আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘Mission Lifestyle for Environment’ (LiFE) এর উদ্বোধন করলেন।

5. মহারাষ্ট্রের লাটুর সিটি তে 70 ফুট উঁচু ড. বাবাসাহেব আম্বেদকরের মূর্তি ‘Statue of Knowledge’ এর উন্মোচন করা হবে।

6. নতুন দিল্লীতে নতুন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7. প্রতি বছর 23 শে মার্চ শহীদ দিবস বা Martyrs’ Day পালিত হয়, এছাড়া এই দিনটিতে World Meteorological Day পালিত হয়, এবছরের থিম – ‘The Future of Weather, Climate, and Water across Generations’.

8. টায়ার প্রস্তুতকারক সংস্থা CEAT এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হতে চলেছেন অর্ণব ব্যানার্জী।

9. নতুন দিল্লীতে ‘Human Factors Engineering in Military Platforms’ এর উপর দুদিন ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করলো DRDO.

10. ICICI Prudential Life এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদের দায়িত্ব নিতে চলেছেন অনুপ বাগচী।

আরও পড়ুন:

Leave a Comment