কারেন্ট অ্যাফেয়ার্স 28th আগস্ট 2023 | Aaj Ka Current Affairs 28th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 28th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Aaj Ka Current Affairs 28th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 28th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Aaj Ka Current Affairs 28th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 28th আগস্ট 2023 | Aaj Ka Current Affairs 28th August 2023

1. অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE) স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023 এর ষষ্ঠ সংস্করণ এর উন্মোচন করলো।

2. ইন্ডিয়া স্মার্ট সিটিজ আওয়ার্ড 2022 এ ইন্দোর সেরা শহর এবং মধ্যপ্রদেশ সেরা রাজ্যের তকমা পেল।

3. প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্যে 19,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল হিন্দুস্তান শিপইয়ার্ড।

4. গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ অনার সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

5. স্কুল শিক্ষার জন্য একটি ইনোভেটিভ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর উন্মোচন করলো শিক্ষা মন্ত্রক।

6. ভারতের নৌবাহিনী প্রধান এবং ফিলিপিন্স কোস্ট গার্ড কমান্ড্যান্ট এর মধ্যে হোয়াইট শিপিং ইনফরমেশন আদানপ্রদানের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষরিত হল।

7. 69 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা – আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী – আলিয়া ভাট এবং কৃতিন শানন, ডিরেক্টর – নিখিল মহাজন এবং সেরা ফিচার ফিল্ম হল – রকেট্রি : দ্য নম্বি এফেক্ট।

8. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কলকাতায় ‘My Bengal, Addiction-Free Bengal’ ক্যাম্পেইন লঞ্চ করলেন।

9. চাঁদে ভারতের চন্দ্রায়ন – 3 এর ল্যান্ডিং স্থানটির নাম রাখা হল শিব শক্তি পয়েন্ট।

10. কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের উপর বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas’.

আরও পড়ুন:

Leave a Comment