সক্রিয় উপগ্রহ চিত্র ও নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র কাকে বলে?
সক্রিয় উপগ্রহ চিত্র: যে উপগ্রহ চিত্র সংবেদক নিজ দেহ থেকে কৃত্রিম আলোক পাঠিয়ে ভূ-পৃষ্ঠের বস্তু কর্তৃক প্রতিফলিত হয়ে ও আলোকিত হয়ে তথ্য সংগ্রহের দ্বারা তৈরী করা হয়, তাকে সক্রিয় উপগ্রহ চিত্র বলে।
নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র: যে উপগ্রহ চিত্র কেবলমাত্র দিনের বেলায় সংবেদক কর্তৃক সূর্য থেকে প্রতিফলিত তড়িৎচুম্বকীয় বিকিরণ দ্বারা তথ্য সংগ্রহ করে তৈরী করা হয়, তাকে নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র বলে।