কে কাকে শপথ বাক্য পাঠ করান – Administration of Oath of Office: আজ কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের যিনি শপথ পাঠ করান, সেই তথ্য আছে। রাষ্ট্রবিজ্ঞান ও ভারতের সংবিধানের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন- রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? ইত্যাদি।
কে কাকে শপথ বাক্য পাঠ করান – Administration of Oath of Office
নং | পদাধিকারী | শপথ বাক্য পাঠ করান |
---|---|---|
১ | মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
২ | হাইকোর্টের প্রধান বিচারপতি | রাজ্যপাল |
৩ | হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাজ্যপাল |
৪ | MLA | রাজ্যপাল |
৫ | উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
৬ | প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
৭ | অন্যান্য মন্ত্রী | রাষ্ট্রপতি |
৮ | লোকসভার স্পিকার | রাষ্ট্রপতি |
৯ | লোকসভার ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
১০ | সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
১১ | মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
১২ | কম্পট্রোলার ও অডিটর জেনারেল | রাষ্ট্রপতি |
১৩ | অ্যাটর্নি জেনারেল | রাষ্ট্রপতি |
১৪ | রাষ্ট্রপতি | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি |
১৫ | রাজ্যপাল | হাইকোর্টের প্রধান বিচারপতি |
Q. ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তর : ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Q. রাজ্যপাল কে শপথ বাক্য কে পাঠ করান ?
উত্তর : সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি
Q. লোকসভার স্পিকার কে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তর : রাষ্ট্রপতি