কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব PDF – বিভিন্ন কৃষি বিপ্লব PDF – Agricultural Revolutions in India

Rate this post

কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব PDF – বিভিন্ন কৃষি বিপ্লব PDF – Agricultural Revolutions in India: আজ ভারতের বিভিন্ন বিপ্লব তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে কোন বিপ্লব, কিসের সাথে যুক্ত সেই তালিকা দেওয়া হয়েছে। বেশীরভাগ পরীক্ষায় সবুজ বিপ্লব, নীল বিপ্লব ও শ্বেত বিপ্লব থেকে প্রশ্ন আসলেও সমস্ত তালিকাটি মুখস্ত রাখা আবশ্যক। আর এই বিপ্লব গুলি মূলত উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত।

কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব PDF – বিভিন্ন কৃষি বিপ্লব PDF – Agricultural Revolutions in India

০১) সবুজ বিপ্লব : ধান ও গম

০২) শ্বেত বিপ্লব : দুগ্ধ ও ডেয়ারি উৎপাদন

০৩) নীল বিপ্লব : মাছ উৎপাদন

০৪) হলুদ বিপ্লব : তৈলবীজ

০৫) সোনালী ফাইবার বিপ্লব : পাট

০৬) সোনালী বিপ্লব : উদ্যানবিদ্যা ও ফল উৎপাদন

০৭) ধূসর বিপ্লব : সার উৎপাদন

০৮) কালো বিপ্লব : পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য উৎপাদন

০৯) বাদামি বিপ্লব : চর্ম উৎপাদন / অপ্রচলিত শক্তি উৎপাদন

১০) লাল বিপ্লব : মাংস টমেটো উৎপাদন

১১) গোলাপি বিপ্লব : পেঁয়াজ উৎপাদন/চিংড়ি উৎপাদন

১২) রুপালি ফাইবার বিপ্লব : তুলো

১৩) গোলাকার বিপ্লব : আলু উৎপাদন

১৪) রুপালি বিপ্লব : ডিম ও পোল্ট্রি উৎপাদন

কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব PDF – বিভিন্ন কৃষি বিপ্লব PDF – Agricultural Revolutions in India

বিপ্লবের নামসম্পর্কিত
সবুজ বিপ্লবধান ও গমের উৎপাদন বৃদ্ধি
নীল বিপ্লবমৎস্য উৎপাদন
শ্বেত বিপ্লবদুগ্ধ উৎপাদন
হলুদ বিপ্লবতৈল বীজ উৎপাদন
লাল বিপ্লবটমেটো ও মাংস উৎপাদন
গোলাপী বিপ্লবপেঁয়াজ ও চিংড়ি উৎপাদন
কালো বিপ্লবপেট্রোলিয়াম উৎপাদন
সোনালী বিপ্লবমধু ও ফলের উৎপাদন
রুপালী বিপ্লবডিমের উৎপাদন
গোল বিপ্লবআলু উৎপাদন
বাদামী বিপ্লবচামড়ার উৎপাদন
ধূসর বিপ্লবসার উৎপাদন
সোনালী তন্তু বিপ্লবপাট উৎপাদন
রুপালী তন্তু বিপ্লবতুলো উৎপাদন
সবুজ-সোনালী বিপ্লববাঁশের ব্যবসা
প্রোটিন বিপ্লবউচ্চ কৃষি উৎপাদন

Leave a Comment