ইয়াংসিকিয়াং অববাহিকার কৃষির উন্নতির কারণগুলি কি?

Rate this post

ইয়াংসিকিয়াং অববাহিকার কৃষির উন্নতির কারণগুলি কি?: ইয়াংসিকিয়াং অববাহিকা হলো চীনের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে ধান, গম, পাট, তুলা, তামাক, আখ, ভুট্টা, চা, মিলেট, আফিম, আলু ইত্যাদি ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই অঞ্চলের কৃষি উন্নতির উপর নির্ভর করে চীন ধান ও গম উৎপাদনে পৃথিবীতে প্রথম, চা উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় এবং পাট উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে। চীনের ইয়াংসিকিয়াং অববাহিকার এই অভূতপূর্ব কৃষি উন্নতির কারণগুলি হল-

১) সমতল ভূপ্রকৃতি

২) অনুকূল জলবায়ু

৩) উর্বর পলি মৃত্তিকা

৪) জল সেচের সুবন্দোবস্ত

৫) সুলভ কৃষিশ্রমিকের যোগান

৬) শস্যাবর্তন পদ্ধতি অনুসরণ

৭) আধুনিক প্রযুক্তির প্রয়োগ

৮) সমবায় প্রথায় কৃষিকাজ

৯) মূলধনের জোগান

১০) কৃষিজ দ্রব্যের চাহিদা

১১) সরকারি সহযোগিতা ইত্যাদি।

Leave a Comment