এশিয়া মহাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর: এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এটা পৃথিবীর মোট ভূপৃষ্ঠের ৮.৮% ভাগ (বা ৩০% ভাগ স্থল), এবং বৃহত্তম তটরেখা ৬২,৮০০ কিলোমিটার (৩৯,০২২ মা)। এশিয়া সাধারণত ইউরেশিয়ার পাঁচ ভাগের চার ভাগ নিয়ে পূর্ব দিকে অবস্থিত। এটা সুয়েজ খাল ও ইউরাল পর্বতমালার পূর্বে, ককেশাস পর্বতমালা, কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের দক্ষিণে অবস্থিত। এটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত, এবং উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত। এশিয়া মহাদেশে ৪৮টি দেশ আছে, এদের মধ্যে চারটি (রাশিয়া, কাজাখস্তান, তুরস্ক, এবং আজারবাইজান) দেশের ইউরোপে অংশ আছে।
এশিয়া মহাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর গোলার্ধে।
প্রশ্ন: এশিয়ার আয়তন কত?
উত্তর: ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
প্রশ্ন: এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ?
উত্তর: ১০ ডিগ্রি দক্ষিণ থেকে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ ডিগ্রি পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত।
প্রশ্ন: এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
উত্তর: ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তর: ২১.৪ %।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত?
উত্তর: প্রায় এক তৃতীয়াংশ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি?
উত্তর: বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.)।
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে?
উত্তর: ৬০.৬ ভাগ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
উত্তর: ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)।
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তর: সালউইন।
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি?
উত্তর: ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
উত্তর: সাংপো।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.)।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.)।
প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর: গণচীন।
প্রশ্ন: এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৫৭,৯৫০ কি.মি.।
প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগরের মধ্যে কোন দ্বীপের অবস্থান?
উত্তর: কোরিয়া উপদ্বীপ।
প্রশ্ন: পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
উত্তর: বাহরাইন দ্বীপ।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.)।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার )।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত?
উত্তর: ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি.।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: ভারত।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তর: এভারেস্ট।
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: বঙ্গোপসাগরে।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: তিব্বত।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর: চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি?
উত্তর: তৈগা।
প্রশ্ন: লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে?
উত্তর: আফ্রিকা।
প্রশ্ন: এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?
উত্তর: লোহিত সাগর।
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত?
উত্তর: ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায়।
প্রশ্ন: শিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: গডউইন অস্টিন ( K2 )।
প্রশ্ন: গডউইন অস্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে?
উত্তর: কারাকোরাম।
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে?
উত্তর: ভারত ও পাকিস্তান।
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে?
উত্তর: আরব সাগরে।
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে?
উত্তর: ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে।
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে?
উত্তর: লেভান্ট।
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: ক্লুকেভকাজা সোপক।
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর: ২৫০ সেন্টিমিটার।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: গোবি মরুভূমি, মঙ্গলিয়া।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি?
উত্তর: পশ্চিম সাইবেরিয়া।
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে?
উত্তর: ইউরেশিয়া।
প্রশ্ন: পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
উত্তর: আজিজিয়া, লিবিয়া।
প্রশ্ন: হরমুজ প্রনালী কোথায় অবস্থিত?
উত্তর: ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে।
প্রশ্ন: পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
উত্তর: ফরমোজা প্রণালী।
প্রশ্ন: বাহরাইন কোথায় অবস্থিত?
উত্তর: পারস্য উপসাগরে।
প্রশ্ন: কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?
উত্তর: হোয়াং হো নদীকে।
প্রশ্ন: এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি?
উত্তর: চেলুসকিন অগ্রভাগ।
প্রশ্ন: এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি?
উত্তর: বেবা অন্তরীপ।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।
প্রশ্ন: পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর: ভারখয়ানস্ক ( সাইবেরিয়া)।
প্রশ্ন: এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি?
উত্তর: তৈগা।