কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 16th জুন 2024 | Bangla Current Affairs 16th June 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 16th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bangla Current Affairs 16th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 16th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bangla Current Affairs 16th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 16th জুন 2024 | Bangla Current Affairs 16th June 2024

1. প্রথম ভারতীয় রাইডার হিসেবে three-star গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট জিতলেন Shruti Vora.

2. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর মে 2024 হলেন Gudakes Motie (পুরুষ দল) এবং Chamari Athapaththu (মহিলা দল)।

3. গ্লোবাল Peace ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 116 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে আইসল্যান্ড।

4. বিখ্যাত সরোদ বাদক পন্ডিত রাজীব তারানাথ 91 বছর বয়সে প্রয়াত হলেন।

5. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সম্প্রতি ‘NCRB Sankalan of Criminal Laws’ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো।

6. কৃষিক্ষেত্রে আরো উন্নতি সাধনের জন্য নিউজিল্যান্ডের সাথে চুক্তি এবং পার্টনারশিপ করলো জম্মু ও কাশ্মীর।

7. ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অজিত দোভালকে পুনরায় নিযুক্ত করা হলো।

8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সেক্রেটারি পদে প্রাক্তন IAS অফিসার P K Mishra কে পুনরায় নিযুক্ত করা হলো।

9. ভারতের বিখ্যাত বোলার আর অশ্বিন তার আত্মজীবনী প্রকাশ করলেন যার শিরোনাম ‘I Have the Streets: A Kutti Cricket Story’.

10. FIDE অনুর্দ্ধ – 20 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন ভারতের Divya Deshmukh এবং কাজাখস্তানের Kazybek Nogerbek.

আরও পড়ুন:

Leave a Comment