কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 21st জুন 2024 | Bangla Current Affairs 21st June 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 21st জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bangla Current Affairs 21st June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 21st জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bangla Current Affairs 21st June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 21st জুন 2024 | Bangla Current Affairs 21st June 2024

1. Paavo Nurmi Games 2024 -এ অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন।

2. প্রতি বছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস পালন করা হয়, এবছরের থিম – ‘Everyone is Welcome’.

3. নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ড বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

4. সুইজারল্যান্ডের জেনেভাতে সম্প্রতি 112 তম আন্তর্জাতিক লেবার কনফারেন্স সম্পন্ন হলো।

5. Offshore Wind এনার্জি প্রজেক্ট বাস্তবায়নের জন্য Viability Gap Funding স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

6. ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 এর জন্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী Chirag Paswan এবং Shri Ravneet Singh.

7. মাইক্রোসফট কে সরিয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানির স্থান অর্জন করলো Nvidia.

8. দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ের মান্যতা দিলো থাইল্যান্ড।

9. আর্মি হাসপাতালে পার্সোনেল এবং ফ্যামিলিদের অতিউন্নত পরিষেবা দেওয়ার জন্য স্টেট-অফ-দি-আর্ট স্কিন ব্যাংক ফ্যাসিলিটি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি।

10. মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির (MCD) কমিশনার পদে IAS অফিসার অশ্বিনী কুমারকে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment