কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 7th জুন 2024 | Bangla Current Affairs 7th June 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 7th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bangla Current Affairs 7th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 7th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bangla Current Affairs 7th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 7th জুন 2024 | Bangla Current Affairs 7th June 2024

1. 81 তম ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) বার্ষিক জেনারেল মিটিং 2025 সালে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।

2. Arka Fincap লিমিটেড সম্প্রতি IRDAI এর কাছ থেকে কর্পোরেট এজেন্সি লাইসেন্স অর্জন করলো।

3. SPARSH সার্ভিস সেন্টার বাড়াতে মিনিস্ট্রি অফ ডিফেন্স চুক্তি স্বাক্ষর করলো।

4. UPI পেমেন্টের জন্য রিজার্ভ ব্যাংক অফ পেরু এবং NPCI ইন্টারন্যাশনাল জোটবদ্ধ হলো।

5. ভারতে ইন্সুরেন্স এবং ফিনান্সিয়াল ইনক্লুশন কে গতি প্রদান করতে Axis ব্যাংক এবং Bajaj Allianz Forge জোটবদ্ধ হয়ে Bancassurance অ্যালায়েন্স তৈরি করলো।

6. Clearing Corporations কে রিভিউ করতে SEBI নতুন একটি কমিটি গঠন করলো, যার সভাপতি হলেন Usha Thorat.

7. হরিয়ানার রোহটাকে GST ভবনের উদ্বোধন করলেন CBIC চেয়ারপার্সন সঞ্জয় কুমার আগারওয়াল।

8. বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘Ek Ped Maa Ke Naam’ নামক ক্যাম্পেইন লঞ্চ করলেন।

9. ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট রাকেশ মোহন যোশীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের (IIFT) ভাইস-চ্যান্সেলর পদে নিযুক্ত করা হলো।

10. প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে 1000 কিউমুলেটিভ দিন কাটিয়ে নজির গড়লেন রাশিয়ার মহাকাশচারী Oleg Kononenko.

আরও পড়ুন:

Leave a Comment