কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2023 | Banking Current Affairs 31st August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Banking Current Affairs 31st August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Banking Current Affairs 31st August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2023 | Banking Current Affairs 31st August 2023

1. চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করলো ভারতের চন্দ্রায়ন-3 এর রোভার প্রজ্ঞান।

2. আসামের Chokuwa rice, যেটি ‘Magic rice’ নামে পরিচিত, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।

3. জেলেদের সুরক্ষা প্রদানের জন্য তৈরি ডিভাইস ‘Nabhmitra’ এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ISRO.

4. সিভিল এভিয়েশনে সহযোগিতা বাড়াতে ভারত এবং নিউজিল্যান্ড চুক্তি স্বাক্ষর করল।

5. ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের (FIDC) নতুন চেয়ারম্যান পদে উমেশ রেভঙ্করকে নিযুক্ত করা হলো।

6. জাহাজ নির্মাণে পারস্পরিক সহযোগিতার জন্য গোয়া শিপইয়ার্ড লিমিটেড এবং কেনিয়া শিপইয়ার্ড লিমিটেড চুক্তি স্বাক্ষর করল।

7. কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী বিশ্বের প্রথম ইথানল-চালিত Toyota Innova গাড়ি লঞ্চ করলেন।

8. প্রতিবছর 30 শে আগস্ট International Whale Shark দিবস পালন করা হয়।

9. বিখ্যাত Chef সঞ্জীব কাপুরকে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড।

10. BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এ Kunlavut Vitidsarn এবং An Se-young পুরুষ একক বিভাগে এবং মহিলা একক বিভাগে গোল্ড মেডেল জিতলো যথাক্রমে।

আরও পড়ুন:

Leave a Comment