গ্যাসের আচরণ MCQ প্রশ্ন ও উত্তর

Rate this post

গ্যাসের আচরণ MCQ প্রশ্ন ও উত্তর: মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF

নিচে মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

1. SI পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক

   🅐 নিউটন / বর্গমিটার

   🅑 নিউটন / বর্গসেমি

   🅒 ডাইন / বর্গসেমি

   🅓 ডাইন / বর্গমিটার

উত্তর➠ নিউটন / বর্গমিটার

2. গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়

   🅐 থার্মোমিটার

   🅑 হেক্টোমিটার

   🅒 ব্যারোমিটার

   🅓 ক্যালরিমিটার

উত্তর➠ ব্যারোমিটার

3. আদর্শ গ্যাস সমীকরণটি হল

   🅐 PV = nRT

   🅑 PV = RT

   🅒 PV = KT

   🅓 PV = 1/2 RT

উত্তর➠PV = nRT

4. 32 গ্রাম O2 -এর ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হবে

   🅐 PV = 2RT

   🅑 PV = 1/2 RT

   🅒 PV = 3RT

   🅓 PV = RT

উত্তর➠ PV = RT

Solution:

             32 gm O2 হল 1 মোল

              অতএব, সমীকরণ হবে PV = 1 RT

                                            বা PV = RT

5. বয়েলের সূত্রানুযায়ী P-V লেখচিত্রের প্রকৃতি কীরূপ ?

   🅐 সরলরেখা

   🅑 আয়তাকার সমপরাবৃত্ত

   🅒 বৃত্ত

   🅓 অধিবৃত্ত

উত্তর➠ আয়তাকার সমপরাবৃত্ত

6. চার্লসের সূত্রানুযায়ী V-t লেখচিত্র কীরূপ ?

   🅐 সরলরেখা

   🅑 বৃত্ত

   🅒 সমপরাবৃত্ত

   🅓 অধিবৃত্ত

উত্তর➠সরলরেখা

7. গে-লুসাকের চাপের সূত্রানুযায়ী P-T লেখচিত্রটি

   🅐 সরলরেখা

   🅑 বৃত্ত

   🅒 অধিবৃত্ত

   🅓 পরাবৃত্ত

উত্তর➠ সরলরেখা

8. গে-লুসাকের চাপের সূত্রটিতে ধ্রুবক রাশি

   🅐 চাপ

   🅑 উষ্ণতা

   🅒 আয়তন

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ আয়তন

9. প্রকৃতিতে প্রাপ্ত মৌলগুলির মধ্যে কতগুলি গ্যাসীয় ?

   🅐 10

   🅑 11

   🅒 12

   🅓 13

উত্তর➠ 11

10. গ্যাসের অনুর গতিশীলতার পক্ষে যুক্তি হল

   🅐 ব্যাপন

   🅑 চাপ

   🅒 অভিস্রবণ

   🅓 সব ক-টি

উত্তর➠  সব ক-টি

11. কোন ক্ষেত্রে লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা হয় ?

   🅐 P-V

   🅑 PV-P

   🅒 PV-V

   🅓 P-1/V

উত্তর➠ P-1/V

12. বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র প্রযোজ্য নয়, কারণ

   🅐  আয়তন স্থির নয়

   🅑 চাপ বাড়ে

   🅒 ভর স্থির নয়

   🅓 উষ্ণতা বাড়ে

উত্তর➠ ভর স্থির নয়

13. বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের

   🅐 আয়তন ও উষ্ণতা

   🅑 ভর ও উষ্ণতা

   🅒 চাপ ও উষ্ণতা

   🅓 চাপ ও ভর

উত্তর➠ ভর ও উষ্ণতা

14. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ দ্বিগুণ করলে সেটির আয়তন পূর্বের

   🅐 1/2 অংশ হবে

   🅑 1/4 অংশ হবে 

   🅒 2 গুণ হবে

   🅓 4 গুণ হবে

উত্তর➠ 1/2 অংশ হবে 

15. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির

   🅐 আয়তন কমে

   🅑 আয়তন বাড়ে

   🅒 আয়তন একই থাকে

   🅓 কোনো ক্ষেত্রে আয়তন বাড়ে কোনো ক্ষেত্রে আয়তন কমে

উত্তর➠ আয়তন বাড়ে

16. সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয়

   🅐 0°C

   🅑 -273°C

   🅒 273°C

   🅓 100°C

উত্তর➠ -273°C

17. 27°C উষ্ণতা পরম স্কেলে হবে

   🅐 300 K

   🅑 273 K

   🅒 27 K

   🅓 -273 K

উত্তর➠ 300 K

18. চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হল

   🅐 V ∝ 1/P

   🅑 V ∝ 1/T

   🅒 V ∝ P

   🅓 V ∝ T

উত্তর➠ V ∝ T

19. প্রথম অনুর কল্পনা করেন

   🅐 অ্যাভোগাড্রো

   🅑 গে-লুসাক

   🅒 ডালটন

   🅓 চার্লস

উত্তর➠ অ্যাভোগাড্রো

20. মহাবিশ্বে সবচেয়ে কম উষ্ণতা হল

   🅐 0°C

   🅑 0°F

   🅒 0 K

   🅓 -273 K

উত্তর➠ 0 K

  1. P চাপে এবং T উষ্ণতায় V আয়তন কোনো গ্যাসে অণুর সংখ্যা n হলে P চাপে এবং T উষ্ণতায় 2V আয়তন ওই গ্যাসে অনুর সংখ্যা হবে
    🅐 n
    🅑 2n
    🅒 n/2
    🅓 3n

উত্তর➠ 2n

  1. T স্থির থাকলে V ∝ 1/P , এটি হল
    🅐 চার্লসের সূত্র
    🅑 বয়েলের সূত্র
    🅒 অ্যাভোগাড্রো সূত্র
    🅓 ডালটনের সূত্র

উত্তর➠ বয়েলের সূত্র

  1. গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অনুগুলির গতিশক্তি
    🅐 বৃদ্ধি পায়
    🅑 হ্রাস পায়
    🅒 একই থাকে
    🅓 শূন্য হয়

উত্তর➠ বৃদ্ধি পায়

  1. পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান
    🅐 0 K
    🅑 100 K
    🅒 273 K
    🅓 373 K

উত্তর➠ 273 K

  1. সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান
    🅐 0°C
    🅑 32°c
    🅒 -273°C
    🅓 273°C

উত্তর➠ -273°C

  1. গ্যাসের চাপের সাথে ঘনত্ব কীভাবে পরিবর্তিত হয় ?
    🅐 P ∝ d
    🅑 P ∝ 1/d
    🅒 P ∝ 2d
    🅓 P ∝ 1/2d

উত্তর➠ P ∝ d

  1. কোন গ্যাসের তাপমাত্রা স্থির রেখে আয়তন দ্বিগুণ হলে তার চাপ প্রাথমিক চাপের
    🅐 দ্বিগুণ হবে
    🅑 অর্ধেক হবে
    🅒 সমান হবে
    🅓 তিনগুণ হবে

উত্তর➠ অর্ধেক হবে

  1. কোন গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ করলে উষ্ণতার কি পরিবর্তন হবে ?
    🅐 প্রাথমিকের 1/4 গুন
    🅑 প্রাথমিকের 4 গুন
    🅒 প্রাথমিকের 1/2 গুণ
    🅓 প্রাথমিকের 2 গুণ

উত্তর➠ প্রাথমিকের 4 গুণ

  1. যে তাপমাত্রায় আদর্শ গ্যাসের অনুর গড় গতিশক্তি শূন্য হয় তা হল
    🅐 -273 K
    🅑 -273°C
    🅒 10 K
    🅓 100°C

উত্তর➠ -273°C

  1. ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়
    🅐 আয়তন
    🅑 চাপ
    🅒 উষ্ণতা
    🅓 ভর

উত্তর➠ চাপ

Leave a Comment