বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2024 | Bengali Current Affairs 10th October 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 10th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 10th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2024 | Bengali Current Affairs 10th October 2024

1. স্পেন এবং FC বার্সেলোনার স্টার ফুটবলার Andrés Iniesta আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন।

2. প্রতি বছর 9 ই অক্টোবর বিশ্ব ডাক দিবস (World Post Day) পালন করা হয়।

3. ইন্ডিয়ান নেভী নতুন গভীর-জলের জন্য সার্ভে ভ্যাসেল Nirdeshak কমিশন করলো।

4. David Baker এবং Demis Hassabis ও John M. Jumper কে রসায়নে নোবেল প্রাইজ 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5. রেপো রেট 6.5% -এ স্থির রাখার ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

6. সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সাথে দ্বিপাক্ষিক ইনভেস্টমেন্ট চুক্তি স্বাক্ষর করলো ভারত।

7. ফ্লোরিডা উপকূলের Tampa Bay রিজিয়নে হ্যারিকেন Milton আছড়ে পড়তে চলেছে।

8. বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নয় সদস্যের সংবিধান রিফর্ম কমিশন গঠন করলো।

9. বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শরদ কুমারকে Anti-Corruption Unit (ACU) এর নতুন প্রধান পদে নিযুক্ত করা হলো।

10. বাল্য বিবাহ আটকাতে আসাম সরকার Nijut Moina স্কিম লঞ্চ করলো।

আরও পড়ুন:

Leave a Comment