11th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Current Affairs 11th July 2023

11th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 11th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 11th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 11th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

11th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Current Affairs 11th July 2023

1. 58 তম কানাডা ওপেন 2023 এ লক্ষ্য সেন পুরুষ একক বিভাগের খেতাব জিতলেন।

2. গুজরাটে ‘অন্ত্যদয় শ্রমিক সুরক্ষা যোজনা’ এর পাইলট প্রজেক্ট লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল।

3. ইউরোপিয়ান স্পেস এজেন্সি সোলার সিস্টেম বডি রিভিউ করার জন্য ‘ইউক্লিড স্পেস টেলিস্কোপ’ লঞ্চ করলো।

4. সদভাবনা ট্রাস্টের ফরেন কন্ট্রিবিউশন রেজিস্ট্রেশন এক্টের লাইসেন্স বাতিল করলো কেন্দ্রীয় সরকার।

5. তৃতীয় ওয়ার্ল্ড হিন্দু কনফারেন্স ব্যাংককে আয়োজিত হতে চলেছে, এটির থিম – ‘Jayasya Aayatnam Dharmah’.

6. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি (IFSCA) এর নতুন চেয়ারপার্সন পদে কে রাজারমন কে নিযুক্ত করা হলো।

7. বাস্কেটবল স্টার এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট Nikki McCray-Penson সম্প্রতি প্রয়াত হলেন।

8. আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের জন্য 10,000 কোটি টাকার ঘোষণা করলো ন্যাশনাল হাউসিং ব্যাংক (NHB).

9. ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এ প্রথম পুরুষ তীরন্দাজ হিসেবে রিকার্ভ ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতলেন Parth Salunkhe.

10. স্থানীয় মুদ্রায় ট্রেড সেটেলমেন্ট শুরু করলো ভারত এবং তাঞ্জানিয়া।

আরও পড়ুন:

Leave a Comment