Bengali Current Affairs 11th March 2023 – 11th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

11th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Bengali Current Affairs 11th March 2023 (11th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Bengali Current Affairs 11th March 2023 – 11th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. অর্ধপরিবাহীর উপর ভারত এবং ইউএস চুক্তি স্বাক্ষর করলো।

2. গতকাল 9 ই মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হলো, এবছরের থিম – ‘Kidney Health for Everyone – Preparing for the Unexpected, Supporting the Vulnerable’.

3. ভারতীয় নৌবাহিনীর থিয়েটার লেভেল অপারেশনাল রেডিনেস অনুশীলন ‘TROPEX-23’ আরব সাগরে সম্পন্ন হলো।

4. নিউইয়র্ক কোর্টে প্রথম ভারতীয়-আমেরিকান বিচারপতি হলেন অরুণ সুব্রামনিয়ান।

5. তৃতীয়বারের জন্য চীনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন Xi Jinping.

6. মহিলাদের চালিত তিনসপ্তাহ ব্যাপী স্বচ্ছতা ক্যাম্পেইন ‘Swachhotsav’ লঞ্চ করলো মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স।

7. কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ কে নিযুক্ত করলো আমির তামিম।

8. প্রথম মহিলা হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি ফ্রন্টলাইন IAF কমব্যাট ইউনিট কে নেতৃত্ব দিতে চলেছে।

9. নেপালের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে রাম চন্দ্র পাউডেল কে নির্বাচিত করা হলো।

10. বার্লিনে অনুষ্ঠিত দি ইন্টারন্যাশনাল ‘গোল্ডেন সিটি গেট ট্যুরিজম আওয়ার্ড 2023’ এ ভারতের পর্যটন মন্ত্রক গোল্ডেন এবং সিলভার স্টার জিতলো।

আরও পড়ুন:

Leave a Comment