কারেন্ট অ্যাফেয়ার্স 12th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 12th January 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 12th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 12th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 12th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 12th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 12th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 12th January 2024

1. ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ মুম্বাই ট্রান্স হার্বার লিংক – অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2. ওড়িশায় Malkangiri এয়ারপোর্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

3. গুজরাটের সানন্দতে সেমিকন্ডাক্টর প্লান্ট স্থাপন করতে চলেছে Simmtech.

4. প্রতিবছর জানুয়ারির 11 থেকে 17 তারিখ পর্যন্ত ন্যাশনাল রোড সেফটি সপ্তাহ পালন করা হয়।

5. কেন্দ্রীয় মন্ত্রী ভুপিন্দার যাদব নতুন একটি বই লঞ্চ করলেন যার শিরোনাম ‘Modi: Energising a Green Future’.

6. 2024 জাগরেব ওপেন সিঙ্গলসে 57 কেজি ক্যাটাগরিতে Aman Sherawat সোনা জিতলেন।

7. 2024 প্যারিস অলিম্পিকের জন্য 16 তম অলিম্পিক কোটা অর্জন করলেন শ্যুটার Rhythm Sangwan.

8. SHG লোনের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) সাথে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জোটবদ্ধ হলো।

9. নাসিকে 27 তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু সাউদার্ন নাভাল কম্যান্ডের চিফ অফ স্টাফ পদের দায়িত্ব নিলেন।

আরও পড়ুন:

Leave a Comment