কারেন্ট অ্যাফেয়ার্স 12th অক্টোবর 2023 | Bengali Current Affairs 12th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 12th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 12th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 12th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 12th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 12th অক্টোবর 2023 | Bengali Current Affairs 12th October 2023

1. প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা মজবুত করতে ভারত এবং ইতালির মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো।

2. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সাহায্যে তৈরি দেশের বৃহত্তম প্রজেক্ট 82 কিমি পদ্মা ব্রিজ রেল লিঙ্ক এর উন্মোচন করলেন।

3. চারচাকার গাড়ির জন্য EV চার্জার স্থাপনের জন্য Bridgestone এবং Tata Power জোটবদ্ধ হলো।

4. ইকোনমিক করিডর প্রজেক্টের জন্য আসাম সরকার 3000 কোটি টাকার মান্যতা দিলো।

5. ভারতে অলিম্পিকের গুরুত্ব প্রমোট করতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে রিলায়েন্স ফাউন্ডেশন জোটবদ্ধ হলো।

6. হুরুন লিস্ট অনুযায়ী, ভারতের ধনীতম তালিকায় গৌতম আদানীকে টপকে গেলেন মুকেশ আম্বানি।

7. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.3% নির্ধারণ করলো IMF.

8. প্রতি বছর 11 ই অক্টোবর International Day of the Girl Child পালন করা হয়, এবছরের থিম – ‘Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being’.

9. ন্যাশনাল গেমস 2023 এর 37 তম সংস্করণ অক্টোবর 26 থেকে 9 নভেম্বর পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত চলেছে।

10. নতুন দিল্লীতে 26 তম এনার্জি টেকনোলজি সম্মেলনের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী।

আরও পড়ুন:

Leave a Comment