বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2024 | Bengali Current Affairs 13th August 2024

5/5 - (2 votes)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 13th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 13th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2024 | Bengali Current Affairs 13th August 2024

1. প্রতি বছর 12 ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়, এবছরের থিম – ‘From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development’.

2. ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক কাস্টমস কো-অপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো।

3. ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার (ISLRTC) এবং আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) চুক্তি স্বাক্ষর করলো।

4. চন্ডীগড়ের মনিমাজরাতে 24×7 ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

5. কনজিউমার ট্রাস্টকে বুস্ট করতে ভারতীয় গোল্ড সেক্টর এটির প্রথম সেলফ-রেগুলেটরি বোর্ড স্থাপন করলো।

6. WTO রিপোর্ট 2023 অনুযায়ী গ্লোবাল এগ্রিকালচার এক্সপোর্টে ভারত অষ্টম স্থান ধরে রাখলো।

7. ন্যাশনাল কমিশন অফ ওমেন (NCW) এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রেখা শর্মা।

8. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (IUCN) -এর বিলুপ্তপ্রায় প্রজাতির Red List -এ ভারতের পশ্চিমঘাটের Neelakurinji কে অন্তর্ভুক্ত করা হলো।

9. ভারতীয় বায়ু সেনা এবং মালয়েশিয়ান বায়ু সেনার মধ্যে দ্বিপাক্ষিক বায়ু অনুশীলন ‘Udara Shakti 2024’ সম্পন্ন হলো।

10. গত 10 ই আগস্ট বিশ্ব বায়োফুয়েল দিবস পালন করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment