কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2023 | Bengali Current Affairs 13th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 13th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 13th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2023 | Bengali Current Affairs 13th October 2023

1. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং ইন্টেলিজেন্ট গ্রিভান্স মনিটরিং সিস্টেম (IGMS) 2.0 পাবলিক গ্রিভান্স পোর্টাল লঞ্চ করলেন।

2. ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন অজয়’ লঞ্চ করলো ভারত সরকার।

3. এই নিয়ে টানা দুবছর ‘বেস্ট ইনোভেশন ইং রিফাইনারি’ আওয়ার্ড জিতলো MRPL.

4. 100 মিটার দৌড়ে 10.23 সেকেন্ড নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন Manikanta H Hoblidhar.

5. বিশ্বকাপ 2023 এ ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা, এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়মারার রেকর্ডও গড়লেন।

6. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সম্প্রতি “Krish, Trish, and Baltiboy – Bharat Hain Hum” নামক অ্যানিমেটেড সিরিজের ট্রেলারের উন্মোচন করলেন।

7. প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার World Sight Day (এবছর 12 ই অক্টোবর) পালিত হয়, থিম – Love Your Eyes at Work’.

8. ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য ‘Mera Yuva Bharat’ নামক স্বশাসিত সংস্থা স্থাপনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

9. গাঙ্গেয় ডলফিনকে রাজ্যের জলজ প্রাণী হিসেবে ঘোষণা করলো উত্তর প্রদেশ সরকার।

10. 11 তম সুলতান অফ জহর কাপ মালয়েশিয়ার জহরে অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন:

Leave a Comment