কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2023 | Bengali Current Affairs 14th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 14th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 14th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2023 | Bengali Current Affairs 14th October 2023

1. উদয়পুর ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটিতে পরিণত হতে চলেছে।

2. তামিল লেখক শিবশঙ্করীকে সম্মানীয় ‘সরস্বতী সম্মান 2022’ এ সম্মানিত করা হলো।

3. অরুণাচল প্রদেশে 118.50 কোটি টাকার 7 টি ব্রিজ প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী।

4. ভারত এবং ফ্রান্স এর প্রতিরক্ষা মন্ত্রী প্যারিসে পঞ্চম বার্ষিক ডিফেন্স ডায়ালগ সম্পন্ন করলো।

5. ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সাথে মিলে ভারতীয় পার্লামেন্ট নবম P20 সামিট নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে।

6. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2023 এ ভারত 125 টি দেশের মধ্যে 111 তম স্থান অধিকার করলো।

7. মেন্টাল হেল্থ এন্ড কাউন্সেলিং এ টেলিকমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করার জন্য উত্তরপ্রদেশ পুরস্কার জিতলো।

8. অলিম্পিকে গোল্ড মেডেল বিজেতা নীরাজ চোপড়াকে Laureus এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।

9. পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর 5.39 কোটি টাকা ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক।

10. প্রতিবছর 13 ই অক্টোবর International Day for Disaster Risk Reduction পালিত হয়, এবছরের থিম – ‘Fighting inequality for a resilient future’.

আরও পড়ুন:

Leave a Comment