কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2023 | Bengali Current Affairs 15th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 15th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 15th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2023 | Bengali Current Affairs 15th October 2023

1. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর সেপ্টেম্বর হলেন শুভমান গিল (পুরুষ দল) এবং চামারি আথাপাত্থ (মহিলা দল)।

2. এবছর 14 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস পালিত হলো, থিম – Water: Sustaining Bird Life.

3. মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এর জন্য ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘জুহি’ নামক ম্যাসকটের উন্মোচন করলেন।

4. হায়দ্রাবাদের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস অফিসার সন্দীপ শানডিল্য।

5. মুম্বাইতে 141 তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6. ওয়ার্ল্ড এথলিট অফ দি ইয়ার আওয়ার্ড 2023 এর জন্য নীরাজ চোপড়াকে মনোনীত করা হলো।

7. মার্চেন্টদের উপর গুরুত্ব দিয়ে ‘Xtreme’ নামক পার্সেল ডেলিভারি সার্ভিসের সূচনা করলো Zomato.

8. প্রথমবার সিয়াচেন হিমবাহতে মোবাইল টাওয়ার স্থাপন করলো ভারতীয় আর্মি।

9. মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স ইন ফিল্ম লাইফটাইম আওয়ার্ড এ সম্মানিত করা হতে চলেছে।

10. NTPC Green Energy JV তে 1660 কোটি টাকা বিনিয়োগের মান্যতা দিলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বোর্ড।

আরও পড়ুন:

Leave a Comment