কারেন্ট অ্যাফেয়ার্স 16th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 16th January 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 16th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 16th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 16th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 16th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 16th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 16th January 2024

1. প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে 150 টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলে কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা।

2. পদ্মভূষণ প্রাপ্ত শাস্ত্রীয় সংগীত শিল্পী Prabha Atre 91 বছর বয়সে প্রয়াত হলেন।

3. রিয়াধে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে পরাজিত করলো রিয়াল মাদ্রিদ।

4. বর্ডার রোডস অর্গানাইজেশন শ্রমিকদের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইন্সুরেন্স স্কীমের মান্যতা দিলো।

5. তাইওয়ানের রাষ্ট্রপতি পদে ডেমোক্র্যাটিক প্রোগ্রেস পার্টির William Lai Ching-te কে নির্বাচিত করা হলো।

6. প্রখ্যাত লেখক M.J. Akbar এবং সহলেখক K. Natwar Singh নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Gandhi A Life in Three Campaigns’.

7. প্রতি বছর 15 ই জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী দিবস পালন করা হয়, এবছরের থিম – “In Service of the Nation”.

8. কৃষকদের জন্য পঞ্চায়েত মৌসম সেবা পোর্টাল লঞ্চ করলো ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD).

9. মহারাষ্ট্র সরকার সম্প্রতি সাংলি জেলায় নতুন Atpadi সংরক্ষন কেন্দ্রের ঘোষণা করলো।

10. IRDAI তে নতুন মেম্বার ফাইন্যান্স পদে রাজায় কুমার সিনহাকে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:

Leave a Comment