বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th অক্টোবর 2024 | Bengali Current Affairs 16th October 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 16th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 16th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th অক্টোবর 2024 | Bengali Current Affairs 16th October 2024

1. ভারতের প্রথম বায়োপলিমার ফেসিলিটি পুনেতে উদ্বোধন করা হলো।

2. অন্ধ্রপ্রদেশ ও বিহারের পর ভারতের তৃতীয় রাজ্য হিসেবে তেলেঙ্গানাতে কাস্ট-ভিত্তিক সার্ভে শুরু হতে চলেছে।

3. প্রথম ভারতীয় হিসেবে Mt. Shishapangma জয় করলেন Arjun Vajpai.

4. দ্বিতীয় বারের জন্য UPI Rankings এ পঞ্চম স্থান অর্জন করলো ফিনটেক কোম্পানি Navi, শীর্ষস্থানে PhonePe.

5. 108 টি দেশের 14-18 বছর বয়সী 12,000 মেয়েকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরোস্পেস স্টার্টআপ Space Kidz India ‘ShakthiSAT’ মিশন লঞ্চ করলো।

6. মহারাষ্ট্র স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে Padma Vibhushan Ratan Tata Skills University রাখা হলো।

7. ISSF জুনিয়র বিশ্বকাপ 2025 এর আসর ভারতে বসতে চলেছে।

8. স্কিল ইন্ডিয়া মিশনের জন্য AI অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করতে স্কিল মিনিস্ট্রি এবং META জোটবদ্ধ হলো।

9. All Living Things Environmental Film Festival (ALT EFF) 2024 -এর জুড়ি সদস্য হিসেবে বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে নিযুক্ত করা হলো।

10. প্রখ্যাত মারাঠি অভিনেতা Atul Parchure 57 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment