বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th অক্টোবর 2024 | Bengali Current Affairs 17th October 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 17th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 17th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th অক্টোবর 2024 | Bengali Current Affairs 17th October 2024

1. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর নতুন দিল্লীতে ই-মাইগ্রেট পোর্টাল লঞ্চ করলেন।

2. দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে বুলেট ট্রেন তৈরির জন্য ₹866.87 কোটি টাকার কন্ট্রাক্ট পেলো BEML.

3. নাসার লঞ্চ করা Europa Clipper স্পেসক্রাফট বৃহস্পতির অন্যতম উপগ্রহ Europa নিয়ে আরো তথ্য জানতে পাড়ি দিল।

4. Waqf Amendment Bill -এর বিরুদ্ধে রেজোলিউশন পাশ করলো কেরালা এসেম্বলি।

5. বিশাখাপত্তনমে স্কিল ট্রেনিং ইনস্টিটিউট -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী।

6. বন্যার ঝুঁকি কমাতে 129 টি জলাভূমি সংস্কার করবে বলে সিদ্ধান্ত নিলো আসাম সরকার।

7. আগামী বছর গুলির জন্য $1 বিলিয়ন ফান্ডিং নিশ্চিত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).

8. ভারতে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে Aishath Azeema কে নিযুক্ত করা হলো।

9. AIIMS দিল্লী, IIT রোপার এবং IIT কানপুরে তিনটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

10. তেলেঙ্গানাতে নাভাল কমিউনিকেশন সেন্টারের (Very Low Frequency) শিল্যান্যাস করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন:

Leave a Comment