বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2024 | Bengali Current Affairs 1st August 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 1st August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 1st August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2024 | Bengali Current Affairs 1st August 2024

1. উত্তর প্রদেশ এসেম্বলি সম্প্রতি UP Prohibition of Unlawful Conversion of Religion Bill, 2024 সংশোধিত বিল পাশ করলো।

2. 54 তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় স্টুডেন্টরা দুটি সোনা এবং তিনটি সিলভার জিতল।

3. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি National Apprenticeship and Training Scheme (NATS) 2.0 পোর্টাল লঞ্চ করলেন।

4. RBI এর কাছে মান্যতা পেয়ে Shriram Capital অ্যাসেট রিকন্সট্রাকশন কোম্পানি (ARC) স্থাপন করতে চলেছে।

5. ট্রেনিং প্রটোকল বাড়াতে ভারতীয় কোস্ট গার্ড ‘Suvidha Software Version 1.0’ লঞ্চ করলো।

6. ইনভেস্টরদের জন্য AI Chatbot ‘SEVA’ লঞ্চ করলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI).

7. ভারতীয় ব্যাডমিন্টন তারকা Ashwini Ponnappa অবসরের ঘোষণা করলেন।

8. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) -এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব Preeti Sudan.

9. এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Mohsin Naqvi.

10. 12 তম বছরের জন্য ভারতের সবথেকে পছন্দের FMCG Brand হিসেবে নিজের স্থান ধরে রাখল Parle.

আরও পড়ুন:

Leave a Comment