14th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Current Affairs 2023 14th February #Gksolve_Current_Affairs

Rate this post

14th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Bengali Current Affairs 2023 14th February (দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

14th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Current Affairs 2023 14th February #Gksolve_Current_Affairs

1. প্রতিবছর 13 ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Radio and Peace’, এছাড়া প্রতিবছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার (এবছর 13 ই ফেব্রুয়ারি) আন্তর্জাতিক এপিলেপ্সি দিবস পালিত হয়।

2. রিভার সিটিজ এলায়েন্স ‘DHARA’ এর সদস্যদের বার্ষিক মিটিং পুনেতে অনুষ্ঠিত হতে চলেছে।

3. কটকে দ্বিতীয় ইন্ডিয়ান রাইস কংগ্রেস এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

4. ব্যাঙ্গালুরু তে Aero India 2023 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5. এস আব্দুল নাজির, গুলাব চন্দ্র কাটারিয়া এবং শিব প্রতাপ শুক্লা কে অন্ধ্রপ্রদেশ, আসাম এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হলো যথাক্রমে।

6. কমিউনিকেশন মন্ত্রী অশ্বিনী বৈষণাও ন্যাশনাল ফিলেটালিক এক্সিহিবিশন AMRITPEX 2023 এর উদ্বোধন করলেন।

7. ফিজিতে 12 তম বিশ্ব হিন্দি কনফারেন্সের উদ্বোধন করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

8. ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কে শক্তিশালী করতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ‘MAHABANK NAKSHATRA’ নামক নিজস্ব প্রাইভেট ক্লাউড প্লাটফর্ম লঞ্চ করলো।

9. হরিয়ানা পুলিশ সম্মানীয় প্রেসিডেন্ট’স কালার আওয়ার্ড সম্মান পেতে চলেছে।

10. আল হিলাল কে হারিয়ে এই নিয়ে পঞ্চমবার ক্লাব বিশ্ব কাপ জিতলো রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন:

Leave a Comment