কারেন্ট অ্যাফেয়ার্স 27th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 27th January 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 27th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 27th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 27th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 27th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 27th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 27th January 2024

1. ওড়িশায় বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি গড়ে তোলার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক।

2. অন্ধ্রপ্রদেশে কমপ্রিহেনসিভ কাস্ট সেনসাস চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

3. তেলেঙ্গানায় দ্বিতীয় VLF কমিউনিকেশন স্টেশন স্থাপন করতে চলেছে ভারতীয় নৌসেনা।

4. 14 টি FPV এর জন্য মাজগাঁও ডকের সাথে 1070 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো মিনিস্ট্রি অফ ডিফেন্স।

5. প্রতি বছর 25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

6. প্রখ্যাত কানাডিয়ান ডিরেক্টর Norman Jewison 97 বছর বয়সে প্রয়াত হলেন।

7. ভারতরত্ন 2024 সম্মান পেতে চলেছেন বিখ্যাত সমাজকর্মী Karpoori Thakur (মরণোত্তর)।

8. ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে বিশেষ সম্মান পেতে চলেছেন বলিউড অভিনেতা বমন ইরানি।

9. ভারতের সাথে সস্তায় দীর্ঘকালীন LNG চুক্তি করতে চলেছে কাতার।

10. ষষ্ঠ ভারত-নাইজেরিয়া জয়েন্ট কমিশন মিটিংয়ের সহ-সভাপতিত্ব করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন:

Leave a Comment