কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2023 | Bengali Current Affairs 27th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 27th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 27th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2023 | Bengali Current Affairs 27th October 2023

1. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী ড. এস জয়শঙ্কর কিরগিস্তানে সফরে গেলেন 22 তম SCO কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট মিটিং এর অংশগ্রহণের জন্য।

2. আগামী 2 রা ডিসেম্বর থেকে দুইদিন ব্যাপী বেঙ্গালুরু সাহিত্য উৎসব শুরু হতে চলেছে।

3. অভিনেতা রাজকুমার রাওকে ‘ন্যাশনাল আইকন’ হিসেবে নিযুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন।

4. ইউএস হাউস রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার হিসেবে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসনকে নির্বাচিত করা হলো।

5. 237 কোটি টাকা অর্থের গ্রাফিন প্রোডাকশন ফ্যাসিলিটি স্থাপন করতে চলেছে কেরল সরকার।

6. প্রাক্তন মুম্বাই ব্যাটসম্যান অমল মজুমদারকে ভারতীয় মহিলা জাতীয় দলের প্রধান কোচ পদে নিযুক্ত করা হলো।

7. উত্তরপূর্বে দায়িত্বযুক্ত পর্যটনের জন্য গ্রীন ট্যুরিজম কনক্লেভ হোস্ট করলো শিলং।

8. বিশ্বের বৃহত্তম ঘোস্ট পার্টিকেল ডিটেক্টর ‘Trident’ তৈরি করতে চলেছে চীন।

9. TB অ্যাডভাইজারি গ্রুপে ISB অধ্যাপক সারাং দেও কে নিযুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).

10. ভারতে অ্যারোস্পেস এডুকেশন এবং ইনোভেশন প্রমোট করতে Airbus এবং আইআইটি কানপুর জোটবদ্ধ হলো।

আরও পড়ুন:

Leave a Comment