কারেন্ট অ্যাফেয়ার্স 28th অক্টোবর 2023 | Bengali Current Affairs 28th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 28th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 28th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 28th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 28th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 28th অক্টোবর 2023 | Bengali Current Affairs 28th October 2023

1. জয়পুরের টেকনো হাবে ‘iStart Talent Connect Portal’ লঞ্চ করলেন রাজস্থান সরকার।

2. নতুন দিল্লীতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এর সপ্তম সংস্করণ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3. AI দ্বারা উন্নত হোম-সার্ভিস প্রদান করতে রিলায়েন্স জিও এবং Plume জোটবদ্ধ হলো।

4. মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য ম্যাটারনিটি ইন্সুরেন্স প্লানের সূচনা করলো Zomato.

5. সুইস ওয়াচমেকার ‘Rado’ ক্যাটরিনা কাইফকে গ্লোবাল ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।

6. দেশীয় ডিমান্ড মেটাতে ভারতের প্রথম রেফারেন্স ফুয়েল এর সূচনা করলো ইন্ডিয়ান অয়েল।

7. শ্লোকভিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন Robert Fico.

8. ফিনটেক ইউনিকর্ন এ ভারত তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে ইউএস।

9. প্রতিবছর 27 শে অক্টোবর World Day for Audiovisual Heritage পালিত হয়, থিম – ‘Your Window to the World’.

10. হিমাচল প্রদেশের ভারতীয় আর্মির স্পেশ্যাল ফোর্সেস ট্রেনিং স্কুলে প্রথমবার ভার্টিকাল উইন্ড টানেল স্থাপন করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment