বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th আগস্ট 2024 | Bengali Current Affairs 30th August 2024

5/5 - (1 vote)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 30th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 30th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th আগস্ট 2024 | Bengali Current Affairs 30th August 2024

1. Fatemeh Mohajerani কে প্রথম মহিলা সরকারী স্পোকসপার্সন পদে নিযুক্ত করলো ইরান।

2. জয়েন্ট রাশিয়ান-ইন্ডিয়ান কমিশনের দ্বিতীয় মিটিং রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হলো।

3. PRAGATI -এর 44 তম সংস্করণ -এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. জাপানের Kyushu দ্বীপপুঞ্জে টাইফুন Shanshan -এ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি করলো।

5. ইংল্যান্ডের প্রখ্যাত T-20 ব্যাটসম্যান ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

6. প্রতিবছর 29 শে আগস্ট International Day Against Nuclear Tests পালিত হয়, এছাড়াও এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালিত হয়।

7. রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সতীশ কুমারকে নিযুক্ত করা হলো।

8. ভারতীয় শ্যুটার মানু ভাকেরের নামে গোয়ালিয়রে 10 মিটার এয়ার পিস্তল শ্যুটিং রেঞ্জের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditay Scindia.

9. ফিশারিতে কো-অপারেটিভ ম্যানেজমেন্ট বাড়াতে ICAR-CIFE এবং VAMNICOM চুক্তি স্বাক্ষর করলো।

10. নাসার লুনার স্পেসসুটে 4G টেকনোলজি আনতে Axiom Space এবং Nokia জোটবদ্ধ হলো।

আরও পড়ুন:

Leave a Comment