কারেন্ট অ্যাফেয়ার্স 4th অক্টোবর 2023 | Bengali Current Affairs 4th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 4th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 4th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 4th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 4th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 4th অক্টোবর 2023 | Bengali Current Affairs 4th October 2023

1. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 এ আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে অজয় জাদেজাকে নিযুক্ত করা হলো।

2. ওড়িশার সম্বলপুরে মাস্টার ট্রেনিং অফ ফুটবল ফর স্কুলস (F4S) শুরু হলো।

3. ভারতীয় পুরুষ ফুটবল দল SAFF অনুর্দ্ধ-19 চ্যাম্পিয়নশিপ জিতলো।

4. নাভাল ইনোভেশন এন্ড ইন্ডিজিনাইজেশন সেমিনারের দ্বিতীয় সংস্করণ (যেটি Swavlamban নামে পরিচি মচিত) হোস্ট করতে চলেছে ভারতীয় নৌবাহিনী।

5. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) আইআইটি দিল্লীতে একটি নতুন খাদি ইন্ডিয়া আউটলেট এর উদ্বোধন করলো।

6. প্রতি বছর 4 – 10 ই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়, এবছরের থিম – Space and Entrepreneurship.

7. দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতিযুক্ত রেলওয়ে ‘Whoosh’ লঞ্চ করলো ইন্দোনেশিয়া।

8. Mohamed Muizzu সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন।

9. প্রতিবছর 3 রা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয়।

10. এশিয়ান গেমস 2023 এর শর্ট পুট ইভেন্টে সোনা জিতলেন Tajinderpal Singh Toor.

আরও পড়ুন:

Leave a Comment