কারেন্ট অ্যাফেয়ার্স 5th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 5th January 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 5th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 5th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 5th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 5th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 5th জানুয়ারি 2024 | Bengali Current Affairs 5th January 2024

1. ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট পদে Nadia Calvino কে নিযুক্ত করা হলো।

2. গুজরাট সরকার সম্প্রতি $ 86 বিলিয়ন অর্থের চুক্তি স্বাক্ষর করলো।

3. 2024 অর্থবর্ষের জন্য ভারতের গ্রোথ 6.7% নির্ধারণ করলো ইন্ডিয়া রেটিংস এন্ড রিসার্চ (Ind-Ra).

4. ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টর সামিটের 10 ম সংস্করণ গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে, থিম – ‘Gateway to the Future’.

5. এক্সিকিউটিভ চেয়ারপার্সন অফ দি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA) পদে বিচারপতি সঞ্জীব খান্নাকে নিযুক্ত করা হলো।

6. Vodafone Idea এর ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করে এয়ার ইন্ডিয়ায় যুক্ত হলেন P Balaji.

7. মুম্বাইতে ওয়েস্টার্ন নাভাল কমান্ড চিফ পদে ভাইস-অ্যাডমিরাল সঞ্জয় সিং দায়িত্ব নিলেন।

8. ফেডারেশন অফ এসোসিয়েশন ইন ইন্ডিয়ান ট্যুরিজম এন্ড হস্পিটালিটি (FAITH) এর নতুন চেয়ারপার্সন পদে Puneet Chhatwal কে নিযুক্ত করা হলো।

9. তামিলনাড়ুতে 400 কোটি টাকার ফাস্ট রিয়াক্টর প্লান্ট এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ ‘Ram Mandir Rashtra Mandir Ak Sajhi Virast’ নামক বই প্রকাশ করলেন।

আরও পড়ুন:

Leave a Comment