প্রাইমারি টেট বাংলা নমুনা প্রশ্ন ও উত্তর – বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF – Bengali Grammar PDF for Primary TET

Rate this post

প্রাইমারি টেট বাংলা নমুনা প্রশ্ন ও উত্তর – বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF – Bengali Grammar PDF for Primary TET: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বাংলা বিষয়ের যেসকল নমুনা প্রশ্ন দিয়েছে, সে সকল প্রশ্নের উত্তর আজ আপনাদের প্রদান করলাম। আমরা আশা রাখছি এই প্রাইমারি টেট বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে দেখে নিন।

প্রাইমারি টেট বাংলা নমুনা প্রশ্ন ও উত্তর – বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF – Bengali Grammar PDF for Primary TET

০১) কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে , তাকে কি বলে ?

উত্তর: কর্মকর্তৃবাচ্য

০২) কর্মকর্তৃবাচ্যে কে কার ভূমিকা নেয় ?

উত্তর: ক্রিয়া কর্তার

০৩) কর্মবাচ্যে কি প্রাধান্য পায় ?

উত্তর: কর্ম

০৪) ক্রিয়া সর্বদাই সকর্মক কিংবা দ্বি-কর্মক হয় কোন বাচ্যে ?

উত্তর: কর্মবাচ্যে

০৫) কর্তৃবাচ্যে কার অনুগামী হয় ?

উত্তর: কর্তৃপদের

০৬) অকর্মক কি আর ভাবটিই মুখ্য হয় কোন বাচ্যে ?

উত্তর: ভাববাচ্যে

০৭) দ্বন্দ্ব সমাসের দুটি পদের মাঝে কোন অব্যয় থাকে ?

উত্তর: সংযোজক অব্যয়

০৮) কোন বাচ্যের কর্মকেই কর্তা রূপে গণ্য করা হয় ?

উত্তর: কর্তৃকর্মবাচ্য 

০৯) কোন বাচ্যে প্রায় সময়  প্রথম পুরুষের একবচন হয় ?

উত্তর: ভাববাচ্যে

১০) কোন বাচ্যের বাচ্চ্যান্তর ঘটে না ?

উত্তর: কর্মকর্তৃবাচ্যে

১১) কর্তৃবাচ্যে ক্রিয়া সকর্মক হলে তার পরিবর্তিত রূপ কে কি বলে ?

উত্তর: কর্তৃবাচ্য

১২) কোন বাচ্যে ক্রিয়া অকর্মক হয় ?

উত্তর: ভাববাচ্যে

১৩) মধ্য স্বরাগমের অন্য দুটি নাম কি কি ?

উত্তর: স্বরভক্তি ও বিপ্রকর্ষ

১৪) কর্তৃবাচ্যের একটা বৈশিষ্ট্য উল্লেখ কর ?

উত্তর: ক্রিয়াটি সকর্মক এবং অকর্মক দুরকমই হতে পারে

১৫) অপিনিহিতির অর্থ কি ?

উত্তর: আগে এসে বসা

১৬) কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাক্যে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় কোন বাচ্যে ?

উত্তর: কর্মবাচ্যে

১৭) ভাববাচ্যে সাধারণত কার প্রাধান্য থাকে ?

উত্তর: ক্রিয়া

১৮) কোন উপভাষায় অপিনিহিতি  দেখা যায় ?

উত্তর: বঙ্গালী ও বরেন্দ্রী উপভাষায়

১৯) ঘন্টা বাজে । এখানে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে ?

উত্তর: কর্মকর্তৃবাচ্য

২০) অভিশ্রুতি কি ?

উত্তর: অপিনিহিতির পরবর্তী ভাগ

২১) বিপর্যয় শব্দের অর্থ কি ?

উত্তর: বিনিময়

২২) কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে তার পরিবর্তিত রূপকে কি বলে ?

উত্তর: ভাববাচ্য

২৩) বিপ্রকর্ষ শব্দের অপর অর্থ কি ?

উত্তর: দূরত্ব

২৪) দন্ত ব্যঞ্জন কোন বর্গকে বলা হয় ?

উত্তর: ত বর্গ

২৫) কর্তার উল্লেখ থাকে না, কোন বাচ্যে ?

উত্তর: কর্মকর্তৃবাচ্যে

২৬) গাছপাকা সমাসবদ্ধ পদটি, কোন সমাসের অন্তর্গত ?

উত্তর: অধিকরণ তৎপুরুষ

২৭)তুমি কখন এলে ? বাক্যটিকে ভাববাচ্যে পরিণত কর।

উত্তর: তোমার কখন আসা হলো

২৮) স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনির পরিবর্তন ঘটেছে ?

উত্তর: আদি স্বরাগম

২৯) দ্বিগু সমাসের পরপদটি কি হয় ?

উত্তর: বিশেষ্য

৩০) চাঁদ দেখা যাচ্ছে, এটি কোন বাচ্য ?

উত্তর: কর্মকর্তৃবাচ্য

Leave a Comment