বাংলা পেডাগজি প্রশ্ন উত্তর PDF – Bengali Pedagogy Question Answers: আজ আপনাদের বাংলা পেডাগজি প্রশ্ন উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে বাংলা পেডাগজি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আমরা আশা রাখছি এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
বাংলা পেডাগজি প্রশ্ন উত্তর PDF – Bengali Pedagogy Question Answers
০১) রেমিডিয়াল টিচিং কি ?
উত্তর : প্রতিকারমূলক শিক্ষা
০২) ভাষাশিক্ষায় নির্ণায়ক পদ্ধতি কাদের জন্য ব্যবহার করা হয় ?
উত্তর : মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য
০৩) একটি বিশৃঙ্খল পরিবেশের শ্রেণিপাঠে কয়েকজন অভব্য ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে শিক্ষক মহাশয় কোন তাৎক্ষণিক কার্যকরী সিদ্ধান্ত নেবেন ?
উত্তর : উপস্থিত বুদ্ধি
০৪) ভাষার আয়ত্তীকরণ একপ্রকার –
উত্তর : একটি স্বাভাবিক প্রক্রিয়া
০৫) অর্জন হল সেই প্রক্রিয়া যার দ্বারা কোনো ভাষা স্বাভাবিকভাবে আমরা রপ্ত করি-
উত্তর : অচেতনভাবে
০৬) একজন শিক্ষক মহাশয় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করার কারণ কি ?
উত্তর: বাস্তবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে
০৭) গদ্য পাঠের দ্বারা শিক্ষার্থীরা কোন বিষয়ে অবগত হয় ?
উত্তর: শব্দ , প্রবাদ – প্রবচন , ভাষাশৈলী
০৮) লিপি কি ?
উত্তর: অর্থবোধক কণ্ঠধ্বনির সাংকেতিক রূপ
০৯) বিদ্যালয়স্তার শিক্ষার্থীদের সময় সারণিতে হাতের লেখার ক্লাস থাকা প্রয়োজন এর কারণ কি ?
উত্তর : শিক্ষার্থীর সৃজনশীলতা এবং সামর্থ্য বাড়ানোর জন্য
১০) ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক বিষয় হল-
উত্তর: সরব পাঠ
১১) লিখন দক্ষতা বৃদ্ধির একটি উপায় কি ?
উত্তর : গল্প লেখা
১২) শিক্ষক হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য কি হবে ?
উত্তর : শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশা
১৩) LAD- এর সম্পূর্ণরূপ কী ?
উত্তর: Language Acquisition Device
১৪) তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিশুর শিখনের মূল লক্ষ্য কি ?
উত্তর : পড়ে পড়ে শেখা
১৫) কত বছর বয়সে শিশুর শব্দভান্ডার দ্রুত হারে বৃদ্ধির পেতে থাকে ?
উত্তর : 4 বছর বয়সে
১৬) ” Reading is the process of sight sound sence ” উক্তিটি কে বলেছেন ?
উত্তর: ড . মাইকেল ওয়েস্ট
১৭) যদি কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে নিষ্ক্রিয় অবস্থায় থাকে , তাহলে আপনি শিক্ষক হিসেবে কী করবেন ?
উত্তর : যাতে সে শ্রেণিকক্ষের কার্যাবলিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে , তার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন
১৮) মানুষ মাতৃভাষারূপে যে ভাষা শেখে তা কোন ভাষা ?
উত্তর : মুখের ভাষা
১৯) ফিল্ড থিয়োরির প্রবর্তকের নাম কি ?
উত্তর : কার্ট লিউইন
২০) শিক্ষিত জনসমাজে ব্যবহৃত মার্জিত কথ্যভাষার স্বীকৃত তথা মানারূপ হল –
উত্তর : চলিত ভাষা
২১) প্রাথমিক স্তরে কবিতা শিক্ষার পদ্ধতি কি ?
উত্তর : গান ও অভিনয়
২২) ছড়া বলার সঠিক পদ্ধতি কি ?
উত্তর : বাকস্পন্দ ঠিক রাখা
২৩) শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার গুরুত্বপূর্ণ দিক কোনটি ?
উত্তর : রসবোধ
২৪) মূৰ্তন হল একপ্রকার
উত্তর: শিক্ষণ কৌশল
২৫) একটি শ্রেণিকক্ষে বিপন্ন পরিবেশ বলতে কি বোঝায় ?
উত্তর : শিক্ষার্থীদের অনুপস্থিতি
২৬) স্টিমুলাস রেসপন্স তত্ত্বটির ধারণা কে প্রথম দেন ?
উত্তর : থর্নডাইক
২৭) সবচেয়ে সাধারণ অথচ বিশেষ কার্যকরী শিক্ষা সহায়ক উপকরণ কোনটি ?
উত্তর : পাঠ্যপুস্তক
২৮) আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হল ?
উত্তর : পাঠ্যপুস্তক
২৯) যখন আপনি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন , তখন কোন্ বিষয়ের উপর নজর দেবেন ?
উত্তর: ত্রুটিহীনতা এবং দক্ষতা
৩০) কোন্ ভাষা মানুষের বেশিরভাগ সময়ের ব্যাবহারিক প্রয়োজন সিদ্ধ করে ?
উত্তর : চলিতভাষা
৩১) বিদ্যালয়ে বাংলা কবিতা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কোন দিকটি প্রভাবিত করবে না বলে আপনি মনে হয় ?
উত্তর: লেখা
৩২) সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় কাদের উদ্দেশ্যে ?
উত্তর : শ্রেণিকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য
৩৩) প্রাক্ – প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষাদান করা উচিত কোন মাধ্যমে ?
উত্তর : শিক্ষাসহায়ক উপকরণের মাধ্যমে
৩৪) মানসিক প্রতিবন্ধী শিশুদের কোন শিক্ষাদান পদ্ধতি অনুসৃত হয় ?
উত্তর: কর্ম বিশ্লেষণ পদ্ধতি
৩৫) Inductive Method এই পদ্ধতির সৃষ্টি হয়েছে কিসের জন্য ?
উত্তর : সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য
৩৬) বাংলা ভাষা শিক্ষাদানের সামাজিক দিক কোনটি ?
উত্তর: ঐতিহ্যকে চেনা ও আঞ্চলিক ভৌগোলিকগত যোগাযোগ নিবিড় করা
৩৭) মৌখিক পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি ?
উত্তর : তাৎক্ষণিক ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি
৩৮) উপভাষায় লেখা গানকে কি বলা হয় ?
উত্তর : লোকগীতি
৩৯) কোন পাঠের ক্ষেত্রে মানস – দৈহিক প্রক্রিয়াগুলি বর্তমান থাকে ?
উত্তর : সরব পাঠে
৪০) সুন্দর কথা বলার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ?
উত্তর : শ্রবণ যোগ্যতা, স্পষ্টতা ও বাকপটুত্ব
৪১) শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষাশিক্ষার অত্যাবশ্যকীয় বিষয় হল –
উত্তর : রসবোধ
৪২) কিসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায় ?
উত্তর : শোনা ও বলা
৪৩) অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতির নাম কি ?
উত্তর : ব্রেইল
৪৪) ইংরেজি ( Grammar ) শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি ?
উত্তর: শব্দশাস্ত্র
৪৫) গ্রামার শব্দটি এসেছে কোন শব্দ থেকে ?
উত্তর : গ্রিক শব্দ থেকে