বিযুক্তি রেখা কাকে বলে? বিভিন্ন প্রকার বিযুক্তি রেখার নাম: ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেই স্থানগুলিকে বিযুক্তি রেখা বলে। বিযুক্তি রেখা দুটি ভিন্ন ঘনত্বের স্তরকে পৃথক করে।
বিভিন্ন প্রকার বিযুক্তি রেখার নাম
ভূপৃষ্ঠ থেকে ভূূ-কেন্দ্র পর্যন্ত অনেকগুলি বিযুক্তি রেখা আছে। সেগুলি হল-
1) কনরাড বিযুক্তি: ইহা সিয়াল ও সীমার মাঝে অবস্থিত।
2) মোহো বিযুক্তি: ইহা ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে অবস্থিত।
3) উইশাট – গুটেনবার্গ বিযুক্তি: ইহা গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল মাঝে অবস্থিত।
4) রেপিত্তি বিযুক্তি: ইহা অন্তঃগুরুমন্ডল ও বহিঃ গুরুমন্ডল এর মাঝে অবস্থিত।
5)লেম্যান বিযুক্তি: ইহা অন্তঃকেন্দ্রমন্ডল ও বহিঃকেন্দ্রমন্ডলের মাঝে অবস্থিত।