ভারতবর্ষের জীববৈচিত্র্য – Biodiversity of India

Rate this post

ভারতবর্ষের জীববৈচিত্র্য – Biodiversity of India: ভূ-জলবায়ুগত দিক থেকে ভারতবর্ষ এক বিশাল বৈচিত্র্যময় দেশ। এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, ভূমিরূপ, জলবায়ু ও মৃত্তিকা বিভিন্ন ধরণের জীবের জীবন ধারনে সক্ষম। তাই ভারতে অরণ্য, জলাভূমি, ম্যানগ্রোভ ও সমুদ্রে ভিন্ন ভিন্ন জীব প্রজাতির সমাবেশ দেখা যায়। এই সমৃদ্ধতা ভারতকে বিশ্বের ১২ টি মেগাডাইভারসিটি দেশের ১ টি তে পরিনত করেছে।

  • পৃথিবীর মোট আবিষ্কৃত ২.৫ লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে ৪৫,০০০ রয়েছে ভারতে।
  • পৃথিবীর মোট আবিষ্কৃত ১৫ লক্ষ প্রাণী প্রজাতির মধ্যে ৭৫,০০০ রয়েছে ভারতে।
  • ভারতে ৩৫০ প্রকারের স্তন্যপায়ী প্রানী, ১২০০ প্রজাতির পাখি, ৪৫৩ প্রজাতির সরীসৃপ আছে।
  • ভারতের প্রায় ১৮ % উদ্ভিদের আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, যা ভারত ব্যতিত অন্য কোথাও 
  • পাওয়া  যায় না।
  • প্রজাতিগত বৈচিত্র্যতায় স্তন্যপায়ীর ক্ষেত্রে ভারত সপ্তম, পাখির ক্ষেত্রে নবম ও সরীসৃপের ক্ষেত্রে 
  • পঞ্চম।
  • ভারতে – ২ টি রিলিম, ৫ টি বায়োম, ১০ টি জীব-ভৌগোলিক অঞ্চলের উপস্থিতি দেখা যায়।

জীব-ভৌগোলিক রিলিম (Biogeographic realms)

জীব- ভৌগোলিক রিলিম হল বৃহৎ ভৌগলিক অঞ্চল যার মধ্যবর্তী বাস্তুতন্ত্র গুলিতে একই ধরণের জীব প্রজাতি দেখা যায়।

পৃথিবীতে মোট ৮ টি জীব- ভৌগোলিক রিলিম চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২ টি ভারতে অবস্থিত।

১. হিমালয় অঞ্চল – যা প্যালিয়ার্কটিক (Palearctic Realm) নামে পরিচিত

২. সমগ্র উপদ্বীপীয় অঞ্চল – যা ইন্দোমালায়ান (Indomalayan Realm) নামে পরিচিত।

বায়োম (Biomes of India) 

একটি নিদিষ্ট জলবায়ু যুক্ত অঞ্চলে যে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রানীর সমাবেশ দেখা যায়, তাকে বায়োম বলে।

ভারতে মোট ৫ টি বায়োম রয়েছে।

১. ক্রান্তীয় আদ্র অরণ্য

২. ক্রান্তীয় শুষ্ক বা পর্নমোচি অরণ্য

৩. উষ্ণ মরুভূমি অঞ্চল

৪. সরলবর্গীয় অরণ্য অঞ্চল

৫. আল্পীয় অঞ্চল

জীব-ভৌগলিক অঞ্চল (Bio-geographic Zones)

জীব-ভৌগলিক অঞ্চল বলতে উদ্ভিদ ও প্রানীর অঞ্চল গত বন্টনকে বোঝায়।

ভারতে মোট ১০ টি জীব-ভৌগলিক অঞ্চল চিহ্নিত হয়েছে

১. ট্রান্স হিমালয়

২. হিমালয়

৩. মরুভূমি

৪. মরু প্রায় অঞ্চল

৫. পশ্চিম ঘাট

৬. ডেকান মালভূমি

৭. গাঙ্গীয় সমভূমি

৮. উত্তর-পূর্ব ভারত

৯. দ্বীপ পুঞ্জ      

১০. উপকূল অঞ্চল

Leave a Comment