কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2023 | Career Power Current Affairs 25th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Career Power Current Affairs 25th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Career Power Current Affairs 25th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2023 | Career Power Current Affairs 25th August 2023

1. গত 23 শে আগস্ট চন্দ্রায়ন – 3 মিশনের মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করল ভারত।

2. ভারতের গভর্নিং বডি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সাসপেন্ড করল।

3. লেখক-গায়ক বিপুল রিখী নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘The Life, Vision and Songs of Kabir’.

4. আর্জেন্টিনা, ইরান, UAE, সৌদি আরব, ইথিওপিয়া এবং ইজিপ্ট মোট 6 টি দেশ BRICS সংগঠনের সাথে যুক্ত হল।

5. ভারত সরকার খুব শীঘ্রই ‘Mera Bill Mera Adhikar’ ইনভয়েস ইনসেন্টিভ স্কিম লঞ্চ করতে চলেছে।

6. প্রখ্যাত স্টাটিস্টিক্যাল বিজ্ঞানী সি রাধাকৃষ্ণ রাও 103 বছর বয়সে প্রয়াত হলেন।

7. ISRO প্রধান এস সোমনাথের ঘোষণা অনুযায়ী এবছরের সেপ্টেম্বরেও Aditya-L1 মিশন লঞ্চ হতে চলেছে।

8. বায়ু থেকে বায়ু প্রকৃতির মিসাইল Astra Beyond Visual Range এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো LCA Tejas.

9. পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023 এর জন্য মাস্টারকার্ডের সাথে চুক্তি স্বাক্ষর করল আইসিসি।

10. তিরুবনন্তপুরমে কেরলের প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্কুল চালু হল।

আরও পড়ুন:

Leave a Comment