কলকাতার পরিবর্তিত রাস্তার নাম PDF: কলকাতা জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলা রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসংস্থার এক্তিয়ার এলাকার অংশবিশেষ এই জেলার জেলা সমাহর্তার এক্তিয়ার এলাকাভুক্ত। কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই। এই জেলার উত্তরে ও পূর্বে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমে হাওড়া এবং দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত। জেলা সমাহর্তার প্রধান কার্যালয় বিবাদীবাগ অঞ্চলে জেনারেল পোস্ট অফিসের উত্তরে অবস্থিত।
কলকাতা জেলার গণপরিষেবা (জল সরবরাহ, নিকাশী ইত্যাদি) দেয় কলকাতা পৌরসংস্থা। তবে শহরতলি এলাকা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলার অন্তর্ভুক্ত।
কলকাতার পরিবর্তিত রাস্তার নাম PDF
পূর্বতন নাম | পরিবর্তিত নাম |
---|---|
ডালহৌসি স্কোয়ার | বিনয় বাদল দিনেশ বাঘ রোড |
আমহার্স্ট স্ট্রীট | রাজা রামমোহন সরনী |
বেলগাছিয়া | ক্ষুদিরাম বোস সরনী |
ওল্ড কোর্ট হাউস স্ট্রীট | হেমন্ত বোস সরনী |
চিৎপুর রোড | রবীন্দ্র সরনী |
সাউদার্ন এভিনিউ | ড: মেঘনাথ সাহা রোড |
এলগিন রোড | লালা লাজপত রায় সরনী |
লোয়ার সার্কুলার রোড | আচার্য জগদীশচন্দ্র রোড |
ধর্মতলা স্ট্রীট | লেলিন সরনী |
ওয়েলেসলি স্ট্রীট | রফি আহমেদ কিদোয়াই রোড |
আপার সার্কুলার রোড | আচার্য প্রফুল্ল্চন্দ্র রোড |
ক্যানিং স্ট্রীট | বিল্পবী রাসবিহারী বোস রোড |
হ্যারিসন রোড | মহাত্মা গান্ধী রোড |
মির্জাপুর স্ট্রীট | সূর্যসেন স্ট্রীট |
ল্যান্ডস ডাউন রোড | শরৎ বসু রোড |
চৌরঙ্গী রোড | জওহরলাল নেহেরু রোড |
অ্যালবার্ট রোড | উত্তরকুমার সরনী |
কলেজ স্কোয়ার | বিদ্যাসাগর উদ্যান |
রিপন স্ট্রীট | মুজাফর আহমেদ স্ট্রীট |
ফ্রি স্কুল স্ট্রীট | মির্জা গলিব স্ট্রীট |
ক্যামাক রোড | অবনীন্দ্রনাথ ঠাকুর সরনী |
গ্রে স্ট্রীট | শ্রী অরবিন্দ সরনী |
থিয়েটার রোড | শেক্সপিয়ার সরনী |
হ্যারিংটন স্ট্রীট | হো চি মিন সরনী |
মিশর রোড | রাজেন্দ্রনাথ মুখার্জ্জী রোড |
সুতার্কিন স্ট্রীট | প্রফুল্ল সরকার স্ট্রীট |