বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা – Chemical Formula of Salts

Rate this post

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা: আজ বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য লবন গুলির রাসায়নিক সংকেত দেওয়া হয়েছে। রসায়ন বিজ্ঞানের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- খাদ্য লবণের সংকেত কী? তুঁতের সংকেত কী? ইত্যাদি।

সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride) একটি রাসায়নিক পদার্থ যা সাধারণ লবণ, টেবিল লবণ হিসেবেও পরিচিত। এর রাসায়নিক সংকেত হলো NaCl । সোডিয়াম ক্লোরাইড সাগরের নোনা স্বাদের জন্য সর্বাপেক্ষা দায়ী। খাবার লবণের বা টেবিল লবণের প্রধান উপকরণ হিসেবে, এইটি একটি স্বাদবর্ধক এবং খাবার সংরক্ষক হিসেবে সাধারণভাবে ব্যবহার করা হয়।

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা – Chemical Formula of Salts

নংলবণসংকেত
অ্যামোনিয়াম ফসফেট(NH4)3PO4
গ্লুবার সল্ট10H2O
গোল্ড ক্লোরাইডAuCl3
ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর)CaCO3
কপার সালফেট (তুঁতে)CuSO4
পটাসিয়াম সালফেটK2SO4
পটাসিয়াম ফেরোসায়ানাইডK4[Fe(CN6)]
পটাসিয়াম ক্লোরাইডKCl
পটাসিয়াম নাইট্রেটKNO3
১০সোডিয়াম সালফেটNa2SO4
১১সোডিয়াম ক্লোরাইড (খাদ্য লবণ)NaCl
১২অ্যামোনিয়াম ক্লোরাইড (নিশাদল)NH4Cl
১৩জিপসামZnSO4
১৪জিঙ্ক সালফেটZnSO4

Leave a Comment