শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF – Child Development and Pedagogy: আজকের পোস্টে শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে শিশু বিকাশ ও পেডাগজি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রাইমারি টেট, সিটেট, আইসিডিএস প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্নগুলি আপনাদের ভীষণভাবে সাহায্য করবে।
শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF – Child Development and Pedagogy
১. নীচের কোনটি শিশুর শিখন অক্ষমতার অন্তর্গত নয়?
(a) মা-বাবার অনুপস্থিতি ✓✓
(b) প্রজ্ঞভিত্তিক সমস্যা
(c) অসামঞ্জস্য পাঠক্রম
(d) শিক্ষকের ভুল শিক্ষণ পদ্ধতির ব্যবহার
২. শিশুর বিকাশ হল —
(a) গুণগত পরিবর্তন ✓✓
(b) আকারের পরিবর্তন
(c) আয়তনের পরিবর্তন
(d) ওজনের পরিবর্তন
৩. মেয়েরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুসরণ করে —
(a) মাকে ✓✓
(b) বাবাকে
(c) দাদুকে
(d) ঠাকুমাকে
৪. শিক্ষার্থী ভর্তির ব্যাপারে শিক্ষক যে বৈশিষ্ট্যের সাহায্য নেন —
(a) বুদ্ধি ✓✓
(b) আগ্রহ
(c) মনোযোগ
(d) বিকাশ
৫. রুশো তাঁর এমিল গ্রন্থে মানবজীবন বিকাশের ধারাকে ভাগ করেছেন —
(a) 4 টি পর্যায়ে ✓✓
(b) 5 টি পর্যায়ে
(c) 6 টি পর্যায়ে
(d) 7 টি পর্যায়ে
৬. শিশুর আচরণ নির্ধারণের ক্ষেত্রে যুগ্মভাবে সহায়তা করে —
(a) বংশগতি এবং পরিবেশ ✓✓
(b) প্রেষণা এবং আবেগ
(c) বুদ্ধি এবং আবেগ
(d) সমাজ এবং পরিবেশ
৭. শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হল —
(a) পরিবেশ ✓✓
(b) বিদ্যালয়
(c) ব্যক্তিত্ব
(d) বুদ্ধি
৮. তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হল মনোযোগের —
(a) বস্তুগত নির্ধারক ✓✓
(b) দেহগত নির্ধারক
(c) বিষয়গত নির্ধারক
(d) মনোগত নির্ধারক
৯. থাইরয়েড গ্রন্থি স্বল্প সক্রিয়তার জন্য শিশুর দেহে যে রোগ হয়, তা হল —
(a) ক্রেটিনিজম ✓✓
(b) মিক্সিডিমা
(c) প্রেভের ব্যাধি
(d) অ্যাডিসনের ব্যাধি
১০. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
(a) প্যাভলভ ✓✓
(b) স্পেনসার
(c) রুশো
(d) কোহলার
১১. বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য হল —
(a) গুণগত বৈশিষ্ট্য ✓✓
(b) স্মৃতি
(c) বৃদ্ধি
(d) পরিবর্তনশীলতা
১২. শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া উচিত?
(a) তাদের খেলার ছলে ভাষা শিক্ষা দেওয়া উচিত✓✓
(b) তাদের ভাষার শিক্ষা দেওয়া উচিত
(c) তাদের গল্প বলা উচিত
(d) সংগীত শোনানোর মাধ্যমে
১৩. বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি দিয়েছেন —
(a) স্পিয়ারম্যান ✓✓
(b) থার্স্টোন
(c) টারসান
(d) আলফ্রেড বিঁনে
১৪. প্রকল্প-পদ্ধতির মূল তত্ত্ব কী?
(a) উপযোগিতার নীতি
(b) উদ্দেশ্যের নীতি
(c) কর্মের নীতি
(d) সবকটিই ✓✓
১৫. বুদ্ধ্যাঙ্ক বলতে বোঝানো হয় —
(a) (মানসিক বয়স / প্রকৃত বয়স) × 100 ✓✓
(b) (প্রকৃত বয়স / মানসিক বয়স) × 100
(c) (প্রকৃত বয়স × 100) / মানসিক বয়স
(d) (মানসিক বয়স ×100) / প্রকৃত বয়স
১৬. ‘শিখন হল অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া’ — এই মতটি প্রকাশ করেছেন —
(a) ক্রো এবং ক্রো ✓✓
(b) কিংসলি ও গ্যারি
(c) ম্যাকগক ও আয়ন
(d) ট্রেভার্স
১৭. থর্নডাইক প্রবর্তিত শিখনের দ্বিতীয় সূত্র কোনটি?
(a) ফললাভের সূত্র ✓✓
(b) সংযোজনের সূত্র
(c) অনুশীলনের সূত্র
(d) সংস্কারের সূত্র
১৮. পিয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তা দু’টি পরস্পর বিপরীতধর্মী উপাদান হল —
(a) আত্মীকরণ ও উপযোজন ✓✓
(b) বংশগতি ও পরিবেশ
(c) খাদ্য ও বাসস্থান
(d) দেহ ও মন
১৯. প্রত্যভিজ্ঞা কোন দু’টি স্তরের ওপর নির্ভরশীল?
(a) শিখন ও সংরক্ষণ ✓✓
(b) অভিভাবন ও অনুষঙ্গ
(c) শিখন ও পরিণমন
(d) পুষ্টি ও অনুশীলন
২০. শিশুর জীবনের প্রথম মনস্তাত্ত্বিক প্রয়োজন হল —
(a) অকৃত্রিম মাতৃস্নেহ ✓✓
(b) দলবদ্ধতা
(c) স্বাধীনতা
(d) কৌতূহল
২১. অধিকাংশ মানব-আচরণ ঘটে সেই সময় যখন পরিণমন অনুসৃত হয় —
(a) ANS দ্বারা ✓✓
(b) বংশগতি দ্বারা
(c) শিখন দ্বারা
(d) বয়ঃসন্ধিকাল দ্বারা
২২. মনোভাবের শিখন নীচের যে বিভাগটির অন্তর্গত, তা হল —
(a) প্রাক্ষোভিক শিখন ✓✓
(b) দক্ষতামূলক শিখন
(c) জ্ঞানমূলক শিখন
(d) বৌদ্ধিক শিখন
২৩. ‘Mental Hygiene’ বইটি কার লেখা?
(a) ক্রো অ্যান্ড ক্রো ✓✓
(b) হার্ভাডসন
(c) হুবার্ট
(d) ম্যাকমিলান
২৪. অবরোহী দৃষ্টিভঙ্গিতে —
(a) সাধারণ থেকে বিশেষে যাওয়া যায় ✓✓
(b) বিশেষ থেকে সাধারণে আসা যায়
(c) সাধারণ থেকে অন্য সাধারণে যাওয়া যায়
(d) বিশেষ থেকে অন্য বিশেষে যাওয়া যায়
২৫. অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের:
(a) প্রাপ্তিস্থাপন ✓✓
(b) অনুশীলন
(c) স্থানান্তর
(d) রূপান্তর
২৬. শিক্ষাদানের সবথেকে ভালো পদ্ধতি —
(a) প্রকল্প পদ্ধতি ✓✓
(b) কথোপকথন
(c) নির্দেশাত্মক পদ্ধতি
(d) বক্তৃতা পদ্ধতি
২৭. নীচের কোন ক্রোমোজোম যুগ্ম কন্যা সন্তানের দেহে লক্ষ্য করা যায়?
(a) XX ✓✓
(b) YY
(c) XY
(d) XA
২৮. শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি হবে —
(a) শিক্ষার্থীদের সঠিকভাবে বোঝা ✓✓
(b) শিক্ষার্থীদের ভালোবাসা
(c) শিক্ষার্থীদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া
(d) শিক্ষার্থীদের পাঠদান করা
২৯. একটি আদি ও অকৃত্রিম শিক্ষামূলক প্রদীপন হল—
(a) পাঠ্যপুস্তক ✓✓
(b) ব্লাকবোর্ড
(c) ফ্লো চার্ট
(d) মানচিত্র
৩০. বিদ্যালয়ের সময়তালিকা প্রস্তুত করার সময় যে বিষয়টিতে অধিক গুরুত্ব দেওয়া উচিত, সেটি হল —
(a) বৈচিত্রের নীতি ✓✓
(b) শৃঙ্খলার নীতি
(c) শিথিল মনোভাবের নীতি
(d) এখানের কোনোটিই নয়