চীনের ধানের গোলা কাকে এবং কেন বলা হয়?
হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা।
চীনের হুনান প্রদেশে উর্বর পলি মৃত্তিকা, সমতল ভূপ্রকৃতি, মৌসুমী প্রকৃতির জলবায়ু ইত্যাদি অনুকূল ভৌগোলিক পরিবেশকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় বলে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়।