পৃথিবীর উল্লেখযোগ্য অক্ষরেখা PDF: অক্ষ রেখা, বা, অক্ষ বৃত্ত হচ্ছে পৃথিবীর পূর্ব–পশ্চিমকে পূর্ণভাবে আবৃত করে রাখা বিমূর্ত কতগুলো বৃত্তরেখা যা একই অক্ষাংশের সকল স্থানকে (উচ্চতা উপেক্ষা করে) সংযুক্ত করে।
অক্ষ বৃত্তগুলিকে প্রায়শই সমান্তরাল বৃক্ত বলা হয় কারণ তারা একে অপরের সমান্তরাল; অর্থাৎ, কোনো সমতলে তাদের স্থাপন করা হলে এরা কখনোই একে অপরকে ছেদ করে না। কোনো অক্ষ বৃত্তস্থ একটি স্থানের অবস্থান তার দ্রাঘিমাংশ দ্বারা প্রকাশ করা হয়। অক্ষ রেখাগুলি দ্রাঘিমা রেখার মতো নয়; এরা নিরক্ষীয় অঞ্চল হতে দূরত্ব বাড়ার সাথে সাথে ক্রমান্বয়ে ক্ষুদ্রাকৃতির হতে থাকে। তাদের দৈর্ঘ্য একটি সাধারণ সাইন বা কোসাইন অপেক্ষক দ্বারা পরিগণনা করা হয়। উত্তর বা দক্ষিণের ৬০তম সমান্তরাল রেখাটি লম্বায় নিরক্ষরেখার অর্ধেক (পৃথিবীর বক্রতাকে সমতলে রূপান্তরের ০.৩% উপেক্ষা করা হয়েছে)। একটি অক্ষ বৃত্ত সকল দ্রাঘিমা রেখায় লম্ব হিসাবে আপতিত হয়।
পৃথিবীর উল্লেখযোগ্য অক্ষরেখা – Circle of latitude
অক্ষরেখা | অক্ষাংশ |
---|---|
বিষুবরেখা বা নিরক্ষরেখা (Equator) | ০° অক্ষরেখা |
কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) | ২৩ (১/২°) উত্তর অক্ষরেখা |
মকর ক্রান্তিরেখা (Tropic of Capricon) | ২৩ (১/২°) দক্ষিণ অক্ষরেখা |
মকর ক্রান্তিরেখা (Tropic of Capricon) | ২৩ (১/২°) দক্ষিণ অক্ষরেখা |
সুমেরু বৃত্ত (Arctic Circle) | ৬৬ (১/২°) উত্তর অক্ষরেখা |
কুমেরু বৃত্ত (Antarctic Circle) | ৬৬(১/২°) দক্ষিণ অক্ষরেখা |