একাদশ শ্রেণী ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Class 11 History Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণী ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF.
নিচে Class 11 History Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। একাদশ শ্রেণী ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
একাদশ শ্রেণী ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question Answer
১)ভারতে পুরাণের সংখ্যা কয়টি?
Ans: ১৮টি।
২) ‘প্রি হিস্ট্রি’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Ans: ড্যানিয়েল উইলসন।
৩) ইতিহাসের জনক কাকে বলা হয়?
Ans: হেরোডোটাস।
৪) প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম কি?
Ans: হাতকুঠার।
৫) নব্য প্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ।
Ans: কৃষি প্রযুক্তির ব্যবহার।
৬) কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন?
Ans: সুমেরীয় সভ্যতা।
৭) গ্রিসের নগর রাষ্ট্রগুলির কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের নাম লেখ।
Ans: অক্টোপলিশ ও পার্সিপলিশ।
৮) প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?
Ans: 5,000 জন।
৯) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল?
Ans: অস্মক।
১০) “মুদ্রারাক্ষস” গ্রন্থের রচয়িতা কে?
Ans: বিশাখদত্ত।
১১) “দ্য প্রিন্স” গ্রন্থের রচয়িতা কে?
Ans: মেকিয়াভেলি।
১২) “তারিখ ই ফিরোজশাহী” গ্রন্থের রচয়িতা কে?
Ans: জিয়াউদ্দিন বরনী।
১৩) “দ্য রিপাবলিক” গ্রন্থের রচয়িতা কে?
Ans: সিসেরো।
১৪)ইংরেজি ‘Mandarin’ শব্দটি কি ধরনের শব্দ থেকে এসেছে?
Ans: পর্তুগিজ শব্দ থেকে।
১৫) “অ্যাক্ট অফ সুপ্রেমেসি” কে কবে ঘোষণা করেন?
Ans: টমাস ক্রমওয়েল, 1534 খ্রিস্টাব্দে।
১৬) রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কি বলা হত?
Ans: ম্যানুমিসিও।
১৭) ম্যানর ব্যবস্থার আরেক নাম কি?
Ans: সিনারীয় ব্যবস্থা।
১৮)প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল?
Ans: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
১৯)গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন?
Ans: সাতটি।
২০)নূরজাহানের প্রকৃত নাম কি?
Ans: মেহেরুন্নেসা।
২১) স্পার্টার সমাজ কাদের নিয়ে গঠিত ছিল?
Ans: পেরিওকয়, প্যাট্রিসিয়ান ও হেলট।
২২)সম্রাট আকবর কোথায় ইবাদতখানা তৈরি করেছিলেন?
Ans: ফতেপুর সিক্রি।
২৩) প্রথম ক্রুসেড কবে শুরু হয়েছিল?
Ans: 1095 খ্রিস্টাব্দে।।
২৪) প্রথম খলিফার নাম কি?
Ans: আবু বকর।
২৫) কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়?
Ans: জার্মানি।
২৬) নতুন বিশ্ব কাকে বলা হয়?
Ans: আমেরিকা।
২৭) “প্রিন্সিপিয়া” গ্রন্থটি কার লেখা?
Ans: স্যার আইজ্যাক নিউটন।
২৮) অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা কে?
Ans: চাঁদ বরদৈ।
২৯)কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?
Ans: শেরশাহ।
৩০)হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
Ans: নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শীকা।