জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ ও অভিযোজন গত বৈশিষ্ট্য: জলজ উদ্ভিদের সংজ্ঞা, জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ ও জলজ উদ্ভিদের অভিযোজন গত বৈশিষ্ট্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো।
জলজ উদ্ভিদ – যে সমস্ত উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণ জলে জন্মায় কিংবা সম্পূর্ণভাবে জলজ পরিবেশের জীবন যাপন করে তাদের জলজ উদ্ভিদ বলে। হ্রদ, পুকুর, নদী, জলাশয় ও অন্যান্য জলজ পরিবেশে এবং আর্দ্র ভূমিতে বসবাসকারী উদ্ভিদেরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত।
জলজ পরিবেশের উপর নির্ভর করে এই শ্রেণীর উদ্ভিদকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা –
1) ভাসমান জলজ উদ্ভিদ – এই জাতীয় জলজ উদ্ভিদ জলের উপর ভাসমান অবস্থায় থাকে এবং মাটির সঙ্গে এদের কোনো যোগাযোগ থাকবে না। যেমন – কচুরিপানা।
2) প্রোথিত মূল যুক্ত ভাসমান জলজ উদ্ভিদ – এই জাতীয় ভাসমান উদ্ভিদের মূল গুলি জলের নিচে কাদায় প্রোথিত থাকে এবং পাতাগুলি জলে র ওপর ভাসমান অবস্থায় থাকে। যেমন – শাপলা, পদ্ম, পানিফল প্রভৃতি এসেনে জলজ উদ্ভিদের উদাহরণ।
3) নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ – এই জাতীয় জলজ উদ্ভিদ গুলি জলের নিচে ভাসমান অবস্থায় নিমজ্জিত থাকে। যেমন – ঝাঁঝি।
4) প্রোথিত মূল যুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ – জলের নিচে সম্পূর্ণরূপে নিমজ্জিত এই সমস্ত জলজ উদ্ভিদের মূল গুলি কাদায় প্রোথিত অবস্থায় থাকে। যেমন – হাইড্রিলা, পাতাশ্যাওলা ইত্যাদি।
5) উভচর উদ্ভিদ – যে সমস্ত জলজ উদ্ভিদ জল ও স্থল উভয় প্রকার পরিবেশে বেঁচে থাকতে পারে তাদের উভচর উদ্ভিদ বলে। যেমন – শুশনি শাক, হোগলা ইত্যাদি।
জলজ উদ্ভিদের অভিযোজন গত বৈশিষ্ট্য – জলজ পরিবেশে বেঁচে থাকার উদ্দেশ্যে জলজ উদ্ভিদ গুলি বিভিন্ন শারীরবৃত্তীয় ও অঙ্গসংস্থানিক পরিবর্তন ঘটিয়ে থাকে। যা তাদের উক্ত পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। জলজ উদ্ভিদের অভিযোজন গত বৈশিষ্ট্য গুলি হল
A) মূল
i. জলজ উদ্ভিদের মূল সাধারণত ছোট, দুর্বল ও অসংগঠিত হয়।
ii. অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির মূল গুলি মূল রোম বিহীন হয়।
iii. জলজ উদ্ভিদের মূলে সাধারণত কিউটিকল থাকে না।
iv. জলজ উদ্ভিদের মূলে কোন রকম যান্ত্রিক কলা থাকেনা।
B) কান্ড
i. জলজ উদ্ভিদের কান্ড গুলি সাধারণত কোমল প্রকৃতির হয়।
ii. কচুরিপানার কান্ড পুরু ও স্পঞ্জের মতো হয়।
iii. শালুক জাতীয় উদ্ভিদের কান্ড জলের তলায় নিমজ্জিত থাকে, এতে গ্রন্থি কান্ড তৈরি হয়।
C) পাতা
i. ভাসমান জলজ উদ্ভিদের পাতাগুলি বড় হয়, বৃন্ত দীর্ঘ হয় এবং এগুলির মধ্যে বাতাস ভর্তি থাকে।
ii. নিমজ্জিত জলজ উদ্ভিদ গুলির পাতা ছোটো ও পাতলা হয়।
iii. ভাসমান জলজ উদ্ভিদের পাতার উপরিতল খুব মসৃণ এবং পত্র রন্ধ্র পাতার উপরিতলে থাকে।
D) শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য
i. জলজ উদ্ভিদের প্রস্বে দণ ও বৃদ্ধির হার যথেষ্ট কম।
ii. জলজ উদ্ভিদ সাধারণত বহু বর্ষ জীবি হয়।