ভারতের গণপরিষদ প্রশ্ন উত্তর – Constitution Assembly of India

Rate this post

ভারতের গণপরিষদ প্রশ্ন উত্তর – Constitution Assembly of India: ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। এটি ‘প্রাদেশিক পরিষদ’ দ্বারা নির্বাচিত হয়। ১৯৫০ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের স্বাধীনতার পর এর সদস্যরা দেশের প্রথম সংসদ হিসেবে কাজ করেছিল।

ভারতে কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত এবং উগ্র গণতন্ত্রের প্রবক্তা এম এন রায় ১৯৩৪ সালে গণপরিষদের জন্য একটি ধারণা প্রস্তাব করেছিলেন। এটি ১৯৩৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি আনুষ্ঠানিক দাবি হয়ে ওঠে, ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯৩৬ সালের এপ্রিল মাসে জওহরলাল নেহরু পন্ডিতের সভাপতিত্বে লখনউতে তার অধিবেশন অনুষ্ঠিত হয়। গণপরিষদের আনুষ্ঠানিক দাবি উত্থাপিত হয়েছিল এবং ভারত সরকার আইন, ১৯৩৫ প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ এটি সংবিধানের উপর চাপানো হয়েছিলো যা ভারতীয়দের ইচ্ছার বিরুদ্ধে ছিল। চক্রবর্তী রাজাগোপালাচারী ১৫ নভেম্বর ১৯৩৯ সালে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে একটি গণপরিষদের দাবিতে সোচ্চার হন এবং ১৯৪০ সালের আগস্টে ব্রিটিশরা তা গ্রহণ করে।

1. গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তোলেন?
উত্তর: গণপরিষদ গঠনের প্রথম দাবি তোলেন মানবেন্দ্র রায়, 1934 (ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা)।

2. কোন দল প্রথম গণপরিষদ গঠনের দাবি জানায়?
উত্তর: স্বরাজ পার্টি প্রথম গণপরিষদ গঠনের দাবি জানায়।

3. জাতীয় কংগ্রেস কত সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলে?
উত্তর: 1935 সালে জাতীয় কংগ্রেস প্রথম গণপরিষদ গঠনের দাবি তোলে।

4. গণপরিষদ গঠনের দাবি ব্রিটিশ সরকার কবে মেনে নেয়?
উত্তর: 1940 সালে গণপরিষদ গঠনের দাবি ব্রিটিশ সরকার মেনে নেয়।

5. কবে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: 1946 সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

6. গণপরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী 6 ই ডিসেম্বর, 1946 সালে গণপরিষদ গঠিত হয়।

7. কারা ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন?
উত্তর: লর্ড প্যাথিক লরেনস(প্রধান), এ.ভি.আলেকজান্ডার ও স্ট্যাফোর্ড ক্রীপস ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য।

8. কোন পার্টি গণপরিষদে অংশগ্রহণ করেনি?
উত্তর: কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(CPI) গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি।

9. গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন।

10. গণপরিষদে প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: 296 জন ছিলেন গণপরিষদে প্রাদেশিক আইনসভায় দ্বারা নির্বাচিত সদস্য ।

11. ব্রিটিশ ভারতের 11 টি গভর্নর শাসিত প্রদেশ থেকে কতজন সদস্য নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: 292 জন সদস্য গভর্নর শাসিত প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন।

12. গণপরিষদে মুখ্য কমিশনারের প্রতিনিধির সংখ্যা কত ছিল?
উত্তর: গণপরিষদে 4 জন মুখ্য কমিশনারের প্রতিনিধি ছিলেন।

13. দেশীয় রাজ্যগুলি থেকে কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন সদস্য গণ পরিষদের নির্বাচিত হয়েছিলেন।

14. কংগ্রেসের কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: গণপরিষদের নির্বাচনে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 টি।

15. মুসলিম লীগের কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: মুসলিম লীগের 73 জন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন।

16. পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ ঘোষণা কবে করা হয়?
উত্তর: 26 জুলাই, 1947গণপরিষদের চতুর্থ অধিবেশনে  পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদের ঘোষণা করা হয়।

17. মুসলিম লীগ কোন পরিষদ ত্যাগ করলে সদস্য সংখ্যা কমে কত হয়?
উত্তর: মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করলে গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 জন।
(প্রাদেশিক আইনসভার 229 জন ও দেশীয় রাজ্যগুলির 70 জন)।

18. গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় নিউ দিল্লিতে 9 ই ডিসেম্বর, 1946 সালে।

19. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: দিল্লি কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

20. গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন?
উত্তর: গণপরিষদের প্রথম অধিবেশনে 211 জন সদস্য যোগদান করেন ( মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করায়)।

21. গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তর: ড: সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ করা হয় ( প্রবীণতম সদস্য রূপে)।

22. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর: 11 ই ডিসেম্বরে, 1946 ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নিযুক্ত হন।

23. গণপরিষদের ভাইস চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন?
উত্তর: গণপরিষদের সহ সভাপতি হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়।

24. কে সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব ঘোষণা করেন?
উত্তর: জহরলাল নেহেরু 13 ডিসেম্বর, 1946 সালে সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব (The Objective Resolution) ঘোষণা করেন।

25. The Objective Resolution গণপরিষদে কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: 22 ই জানুয়ারি, 1947 সালে গণপরিষদে The Objective Resolution অনুমোদিত হয়।

26. সংবিধানের প্রস্তাবনার উৎস কি?
উত্তর: The Objective Resolution পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনায় রূপান্তরিত হয়।

27. কেন্দ্রীয় আইনসভা হিসাবে গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে নির্বাচিত হন?
উত্তর: কেন্দ্রীয় আইনসভা হিসাবে গণপরিষদের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন জি. ভি. মাভলঙ্কার।

28. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
উত্তর: বি. এন. রাও গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন।

29. গণপরিষদ কবে একটি সার্বভৌম সংস্থায় পরিণত হয়?
উত্তর: 1947 সালের 15 ই আগস্ট ভারতের গণপরিষদ একটি সার্বভৌম সংস্থা পরিণত হয়।

30. গণপরিষদের উদ্দেশ্য কি ছিল?
উত্তর: গণপরিষদের উদ্দেশ্য ছিল স্বাধীন ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনা করা।

31. গণপরিষদ কয়টি কমিটি গঠন করেন?
উত্তর: গণপরিষদের মোট 13 টি কমিটি গঠিত হয়।

32. গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়?
উত্তর: 29 শে আগস্ট, 1947 সালে গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয়।

33. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল জন।

34. গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর

35. গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে কবে গ্রহণ ও অনুমোদন করে?
উত্তর: 22 শে জুলাই, 1947 সালে গণপরিষদ জাতীয় পতাকাকে গ্রহণ ও অনুমোদন করে।

36. জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?
উত্তর: জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গলি ভেঙ্কাইয়া।

37. গণপরিষদে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়?
উত্তর: গণপরিষদে 26 শে নভেম্বার, 1947 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়।

38. গণপরিষদ সংবিধান রচনা করতে কত সময় নিয়েছিল?
উত্তর: সংবিধান রচনার সমগ্র সময়কাল ছিল 2 বছর, 11 মাস, 18 দিন বা প্রায় 3 বছর

39. গণপরিষদ কয়টি অধিবেশন করে?
উত্তর: গণপরিষদ 11 টি অধিবেশন ও 1 টি বিশেষ অধিবেশন করে।

40. গণপরিষদ মোট কয়দিন অধিবেশন করে?
উত্তর: গণপরিষদ সর্বমোট 166 দিন অধিবেশনে বসে।

41. গণপরিষদের সবচেয়ে দীর্ঘকালীন অধিবেশন কোনটি?
উত্তর: গণপরিষদের সবচেয়ে দীর্ঘকালীন অধিবেশন হয়  সপ্তম অধিবেশন, 66 দিন।

42. সংবিধান রচনার জন্য মোট কত খরচ হয়েছে?
উত্তর: সংবিধান রচনার জন্য 64 লক্ষ ভারতীয় মুদ্রা খরচ হয়েছে।

43. গণপরিষদে গৃহীত সংবিধানটি যে হাতে লেখা?
উত্তর: নন্দলাল বসু গণপরিষদে গৃহীত সংবিধানটি হাতে লেখেন।

44. গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?
উত্তর: গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি

45. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তর: ডঃ বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়।

46. গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার পর কোন কোন বিষয়গুলি কার্যকর হয়?
উত্তর: গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার পর নাগরিকত্ব, নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ ইত্যাদি বিষয়ে কার্যকর হয়।

47. গণপরিষদের সদস্যরা কবে বিশেষ অধিবেশনে উপস্থিত হয়ে  স্বাক্ষর প্রদান করেন?
উত্তর: 24 শে জানুয়ারি, 1950 সালে গণপরিষদের সকল সদস্য বিশেষ অধিবেশনে উপস্থিত হয় এবং সাক্ষ্য প্রদান করেন।

48. গণপরিষদ কবে জাতীয় সংগীত গ্রহণ করে?
উত্তর: গণপরিষদ 24 শে জানুয়ারি, 1950 সালে ‘জন-গণ-মন’ রবীন্দ্র সংগীতটিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন।

49. ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: 26 শে জানুয়ারি, 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়।

50. ভারতীয় সংবিধানে প্রথমে কয়টি আর্টিকেল, সিডিউল ও পার্ট ছিল?
উত্তর: ভারতীয় সংবিধানে প্রথমে 395 টি আর্টিকেল, 8 টি সিডিউল ও 22 টি পার্ট ছিল।

Leave a Comment