কোরিওলিস বল বলতে কী বোঝ? | Coriolis Force: পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত দিকবিক্ষেপক বলকে কোরিওলিস বল বলে।
নামকরণ: 1935 খ্রিস্টাব্দে গ্যাসপার. ডি. কোরিওলিস নামক পদার্থবিজ্ঞানী পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত এই বলের কথা প্রথম বলেন বলে, একে কোরিওলিস বল বলে।
বৈশিষ্ট্য:
১) কোরিওলিস বল প্রকৃতপক্ষে কোনো বল নয়, ইহা আসলে ঘূর্ণনের ফল।
২) এই বল সর্বদা স্বচ্ছন্দ গতিশীল বস্তু প্রবাহের অনুভূমিক দিকের সঙ্গে সমকোণে ক্রিয়া করে।
প্রভাব: কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চলে সর্বাধিক এবং নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন। নিরক্ষরেখায় কোরিওলিস বলের প্রভাব শূন্য।এই কোরিওলিস বলের প্রভাবে নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সমচাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।