কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2023 | Current Affairs 1st August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 1st August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2023 | Current Affairs 1st August 2023

1. ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (DFC) এর ডেপুটি CEO পদে ভারতীয়-আমেরিকান ফরেন পলিসি এক্সপার্ট নিশা বিশ্বাল কে নিযুক্ত করা হল।

2. রতন টাটা মহারাষ্ট্র সরকারের প্রথম ‘উদ্যোগ রত্ন’ আওয়ার্ড পেতে চলেছে।

3. Meri Mati Mera Desh’ ক্যাম্পেইন লঞ্চ করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. প্রতিবছর 31 শে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করা হয়, এছাড়া গত 30 শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করা হল।

5. সাধারণ সাক্ষরতা প্রমোট করতে কেন্দ্রীয় সরকার ‘ULLAS’ মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল।

6. ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (EPIL) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিতে চলেছেন BSNL এর শিবেন্দ্র নাথ।

7. রাজস্থান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরিয়া গোল্ড লঞ্চ করলেন।

8. FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে শ্যুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার গোল্ড মেডেল জিতলেন।

9. শ্রীলঙ্কা অ্যাথলেটিক্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভারত 14 টি মেডেল (গোল্ড – 9, সিলভার – 4 এবং ব্রোঞ্জ – 1) জিতল।

10. স্পেস গবেষণা সংস্থা নাসা সম্প্রতি স্ট্রিমিং সার্ভিস NASA+ অ্যাপ লঞ্চ করল।

আরও পড়ুন:

Leave a Comment