দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুলাই 2024 | Current Affairs 1st July 2024

Rate this post

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 1st July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুলাই 2024 | Current Affairs 1st July 2024

1. ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপ 2024 চ্যাম্পিয়ন হলো ভারত, প্লেয়ার অফ দি ট্যুর্নামেন্ট হলেন জস্প্রীত বুমরাহ এবং প্লেয়ার অফ দি ম্যাচ হলেন বিরাট কোহলি।

2. প্রতি বছর 30 শে জুন International Asteroid Day পালন করা হয়, এছাড়া এই দিনটিতে International Day of Parliamentarism পালিত হয়।

3. মহিলা টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্রুততম দ্বিশত রান করে রেকর্ড গড়লেন ভারতের শেফালী ভার্মা (194 বলে)।

4. 64 তম আন্তর্জাতিক সুগার অর্গানাইজেশন কাউন্সিল মিটিং নতুন দিল্লিতে সম্পন্ন হলো।

5. গুজরাটের গান্ধীনগর জেলায় রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি তে ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ এন্ড এডুকেশন (BCORE) লঞ্চ করা হলো।

6. ভারতের প্রথম AI বিশ্ববিদ্যালয় Universal AI University (UAIU) অধ্যাপক Simon Mak কে ভাইস-চ্যান্সেলর পদে নিযুক্ত করলো।

7. AIF এর অধীনে দ্রুততর ব্যাংক সেটেলমেন্ট এর জন্য ওয়েব পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

8. MSME এর অনলাইন ট্রেডিং কে বুস্ট করতে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মানঝি MSME TEAM ইনিশিয়েটিভ এবং Yashavini ক্যাম্পেইন লঞ্চ করলেন।

9. আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা।

10. সম্প্রতি 23 – 29 শে জুন বিশ্ব অ্যালার্জি সপ্তাহ পালিত হলো, এবছরের থিম – ‘Childhood Food Allergy’.

আরও পড়ুন:

Leave a Comment